TRENDING:

East Medinipur News:  ইস্কন মন্দিরে গো মাতার পুজোয় শুভেন্দু অধিকারী! অন্নকূট উৎসবেও সামিল! ভিডিও দেখুন

Last Updated:

East Medinipur News:  মেচেদার ইস্কন মন্দিরে অন্যকূট উৎসব ও গোবর্ধন পুজোয় উপস্থিত থেকে নিজের হাতের গো মাতার পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেছেদা: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার ইস্কন মন্দিরে উপস্থিত থেকে গো মাতার পুজো সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতন ধর্মে কালী পূজা বা দীপাবলীর পর হয় গিরি গোবর্ধন পূজা অর্থাৎ গো মাতার পূজা। ইস্কন মন্দিরে অন্যান্য তিথি নিয়ম অনুসারে পালনের পাশাপাশি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব প্রতিবছর আয়োজিত হয়। এ বছরও তার অন্যথা হয়নি। মেচেদা ইসকন মন্দিরে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবে উপস্থিত থেকে নাম সংকীর্তন করার পাশাপাশি গো মাতার পূজা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।
advertisement

কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের দর্পচূর্ণ করেন। বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে তিনি সর্বপ্রথম গোবর্ধন অর্থাৎ গোমাতার পুজো প্রচলন করেন। সেই থেকে সনাতন ধর্মের মানুষজনেরা গোমাতার পুজো শুরু করেন। গো মাতার পূজা করলে সর্ব পাপ হয় ও সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে।

আরও পড়ুন: তমলুকে জমজমাট কালী পুজো! এক নজরে দেখে নিন

advertisement

এদিন ইস্কন মন্দিরের গোশালায় গো মাতার পুজো করেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি অন্নকূট উৎসবেও সামিল হন তিনি। সবশেষে তিনি ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সম্পর্কে বড় মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, 'ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সনাতন ধর্মের মানুষ। তিনি সনাতন ধর্ম পালন করেন। কপালে শ্বেত চন্দনের তিলক ও গলায় হরেকৃষ্ণ নামাবলি ধারণ করেন। এর থেকে বড় কিছু হতে পারে না। ব্রিটিশরা একসময় ভারত শাসন করেছিল। এখন এক ভারতীয় বংশোদ্ভব ব্যক্তি বৃটেনের প্রধানমন্ত্রী হলেন। সনাতন ধর্মের মানুষের কাছে এর থেকে বড় দীপাবলীর উপহার হতে পারে না।'

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News:  ইস্কন মন্দিরে গো মাতার পুজোয় শুভেন্দু অধিকারী! অন্নকূট উৎসবেও সামিল! ভিডিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল