কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের দর্পচূর্ণ করেন। বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে তিনি সর্বপ্রথম গোবর্ধন অর্থাৎ গোমাতার পুজো প্রচলন করেন। সেই থেকে সনাতন ধর্মের মানুষজনেরা গোমাতার পুজো শুরু করেন। গো মাতার পূজা করলে সর্ব পাপ হয় ও সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে।
আরও পড়ুন: তমলুকে জমজমাট কালী পুজো! এক নজরে দেখে নিন
advertisement
এদিন ইস্কন মন্দিরের গোশালায় গো মাতার পুজো করেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি অন্নকূট উৎসবেও সামিল হন তিনি। সবশেষে তিনি ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সম্পর্কে বড় মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, 'ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সনাতন ধর্মের মানুষ। তিনি সনাতন ধর্ম পালন করেন। কপালে শ্বেত চন্দনের তিলক ও গলায় হরেকৃষ্ণ নামাবলি ধারণ করেন। এর থেকে বড় কিছু হতে পারে না। ব্রিটিশরা একসময় ভারত শাসন করেছিল। এখন এক ভারতীয় বংশোদ্ভব ব্যক্তি বৃটেনের প্রধানমন্ত্রী হলেন। সনাতন ধর্মের মানুষের কাছে এর থেকে বড় দীপাবলীর উপহার হতে পারে না।'
Saikat Shee