ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা দিঘা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। শীত-গ্রীষ্ম-বর্ষা সবসময়ই দিঘায় পর্যটকদের আনাগোনা লেগেই আছে। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সপ্তাহের শেষের দিকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় সমুদ্র সৈকতে। গরম কিছুটা কমতে আবার দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। চলতি সপ্তাহের উইকএন্ড-এর আগেই দিঘায় ভিড়। সমুদ্রে স্নান করতে নেমেছে পর্যটকেরা।
advertisement
ক্যালেন্ডারের পাতায় বাংলার আষাঢ় মাসের ৭ তারিখ হলেও বর্ষার স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। মৌসুমী বায়ু প্রবেশের ফলে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। দিঘায় এদিন দুপুরের পর বৃষ্টি শুরু হয়। মেঘলা আকাশ ও হাওয়ার কারণে জোয়ারের সময় উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। একদিকে উত্তাল সমুদ্রের উচ্ছ্বাস, অন্যদিকে বৃষ্টি… দিঘায় আসা পর্যটকদের সমুদ্র স্নানের মজা দ্বিগুণ করেছে।
দিঘায় বৃষ্টি ও সমুদ্রের উচ্ছ্বাসের যুগলবন্দীতে মাতোয়ারা পর্যটকরা। যদিও নুলিয়ারা তাঁদের বারবার সমুদ্রস্নানে বাধা দিচ্ছেন। এদিন দুপুরে গার্ড ওয়ালে বসে থাকা এক দম্পতি উত্তাল সমুদ্রের বড় ঢেউ-এর ঝাপটায় তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অন্যান্য পর্যটক ও কর্তব্যরত নুলিয়াদের প্রচেষ্টায়।
Saikat Shee