প্রতিমা নিরঞ্জন বা ভাসানের পর ব্যাপক হারে জল দূষণ হয়ে থাকে নদনদী পুকুর খালবিলে। দেন না প্রতিমা নিরঞ্জন এর পর প্রতিমার দেহে থাকা অলংকার ও গায়ের রং থেকে জলে কেমিক্যাল দূষণ ঘটায়। আবার কাঠামো জলে পচে দূষণ ছড়ায়। এবার আর দূষণ নয় পরিবেশ রক্ষা। পাম্পের সাহায্যে নিরঞ্জন হল কালীপ্রতিমা।
দমকলের হোস পাইপ দিয়ে দেবী প্রতিমা গলানো হল মণ্ডপের ভিতরেই। এগরা একতা সংঘের ৪০ ফুটের প্রতিমা গলানো হল মন্ডপের ভেতরে। প্রতিমা নিরঞ্জনের কারণে, দূষণ অন্যতম একটি মাথাব্যাথার কারণ হয়ে ওঠে প্রতিবছর। সেই দূষণ যাতে কমানো যায় এবং পরিবেশ রক্ষা করা যায়, সেই কারণেই পুজো মণ্ডপের ভিতরে দেবী প্রতিমা নিরঞ্জনের ভাবনা একতা পুজো কমিটির। উদ্যোক্তাদের কথায় পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব। সেই ভাবনা থেকে তাদের এই উদ্যোগ।
advertisement
Saikat Shee
Location :
First Published :
Oct 29, 2022 11:33 PM IST





