শেষ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে। গরমে অতিষ্ট গোটা বঙ্গবাসী। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরে এই অবাক করা ঘটনা ঘটেছে। মহিষাদল ব্লকে মছলন্দপুরের বাসিন্দা শ্রীনিবাস ঘোড়ুইয়ের বাড়ির মেঝে তপ্ত লোহার মতো উত্তাপ ছড়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মেঝেতে পা দিতেই পুড়ে যাওয়ার উপক্রম।
advertisement
এই ঘটনায় তাজ্জব বোনে গিয়েছে ওই পরিবার। তপ্ত মেঝে দিয়ে হাঁটা চলা করতে সমস্যার মধ্যে পড়ছেন পরিবারের বাসিন্দারা। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকলকে খবর দেওয়া হয়। বাড়িতে আসে দমকলের লোকজন। তাদের কথা মতো মেঝেতে জল ঢালা হয়।
প্রসঙ্গত এর আগে বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত ভূঁইয়া পাড়ায় একটি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছিল। মহিষাদল এর মছলন্দপুর এর ঘটনাও যেন সেই বাঁকুড়ার কথা মনে করায়।
আরও পড়ুন: সুর চড়ছে নন্দীগ্রামে, পঞ্চায়েতের মনোনয়ন জমায় দারুণ চমক দিলেন বিজেপি প্রার্থীরা
মছলন্দপুরের শ্রীনিবাস ঘোড়ুইয়ের বাড়ি সিড়ির সামনের মেঝে থেকে বের হচ্ছে গনগনে কয়লার উত্তাপের মতো তাপ। আর এই ঘটনা শুধু এই পরিবার নয় তাদের প্রতিবেশীরাও ভীষণভাবে অবাক। যদিও এ বিষয়ে জেলা বিজ্ঞান মঞ্চের বক্তব্য, বাড়ি তৈরির সময় ব্যবহার কোনও রাসায়নিকের বিক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। ঘটনা যাই হোক না কেন অদ্ভুতুড়ে ঘটনায় আতঙ্কে পরিবার।
Saikat Shee