আরও পড়ুন: শরৎকালে পানীয় জলের তীব্র হাহাকার!
তমলুকের আমরা সবাই পুজো কমিটি নিকাশি মহেশ্বর জিউ হাইস্কুল মাঠে পুজো করে। কিন্তু গত সপ্তাহের বৃষ্টির জেরে এখনও মাঠে জল দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভাসছে জলে। এই দুর্গাপুজোর উদ্বোধন হওয়ার কথা চতুর্থীতে। উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ফলে হাতে মাত্র এক সপ্তাহ সময়। এর মধ্যে পুরো জল নেমে মাঠ শুকনো হবে কিনা তা নিয়েই চিন্তায় উদ্যোক্তারা। বাধ্য হয়ে পাম্প চালিয়ে তাঁরা জল বার করার চেষ্টা করছেন। পরিস্থিতি সামলাতে মাঠ সাদা বালি দিয়ে ভরাট করার চিন্তা ভাবনা নিয়েছে ওই পুজো কমিটি।
advertisement
এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক প্রদীপ কুমার দে জানান, অসময়ে অতিভারী বৃষ্টি পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করেছে। পুজোর দিনগুলিতে যাতে মণ্ডপে এসে দর্শনার্থীরা সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত এই পুজো কমিটির এবারের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। বিগত বছরগুলিতে এই পুজো এলাকাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
সৈকত শী