TRENDING:

Digha: গোয়ার মতো বিলাস দেখা যাবে এবার দিঘাতে, নেওয়া হচ্ছে বিরাট উদ্যোগ

Last Updated:

Digha: দিঘা সমুদ্রে প্রমোদতরী চালুর উদ্যোগ শুরুতেই থমকে গিয়েছে। প্রমোদতরীর জেটি যাওয়ার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘায় প্রমোদতরী চলাচলে বাধা জেটির রাস্তা, বাধা কাটাতে উদ্যোগী প্রশাসন! গোয়ার মতো সমুদ্র বিলাসের জন্য দিঘায় সমুদ্রবক্ষে প্রমোদতরী চালানোর উদ্যোগ নেয় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেই মতো সবকিছু এগিয়ে চলে। কিন্তু এখনও পর্যটকদের নিয়ে প্রমোদতরী সমুদ্রবক্ষে পাড়ি দেওয়া শুরু হয়নি। জেটি পর্যন্ত পৌঁছনোর রাস্তা বেহাল। ফলে, দিঘা সমুদ্রে প্রমোদতরী চালুর উদ্যোগ শুরুতেই থমকে গিয়েছে।
advertisement

প্রমোদতরীর জেটি যাওয়ার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের এমন কোনওদিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। এখন দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কী।

advertisement

দিঘাতে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গড়ে তুলতে গোয়ার মত সমুদ্র বক্ষে ঘুরে বেড়ানোর মজা পর্যটকদের দিতে প্রশাসনের উদ্যোগে প্রমোদতরী চালানোর সিদ্ধান্ত নেওয়া। সেই মতো সবকিছু দ্রুত গতিতে এগিয়ে যায়। এমনকি দিঘায় প্রশাসনের উদ্যোগে প্রমোদতরীর ট্রায়াল রানও হয় মাস তিনেক আগে। দিঘায় এমন রাজকীয় একটি প্রমোদতরী চালু নিয়ে পর্যটকদের আগ্রহ ছিল দেখার মত। কিন্তু ট্রায়াল রানের পরেও থমকে যায় সমুদ্রবক্ষে প্রমোদতরীর পাড়ি দেওয়া।

advertisement

নতুন বছরে প্রমোদতরী পাড়ি দেওয়ার কথা থাকলেও প্রমোদতরী সমুদ্র বক্ষে যাতায়াত করছে না। কারণ জেটি পর্যন্ত যাওয়ার রাস্তা উপযুক্ত নয়। সেই রাস্তা দিয়ে পর্যটকদের জেটি পর্যন্ত যাতায়াত কোনওমতেই সম্ভব নয়। তাই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা প্রমোদতরী চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিঘায় যে প্রমোদতরী পরিষেবা দেবে সেই প্রমোদতরীর নাম হল এমভি নিবেদিতা। হলদিয়া উন্নয়ন সংস্থার তরফ থেকে এই প্রমোদতরী দিঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

View More

বাণিজ্যিকভাবে এই প্রমোদতরী চালু করার জন্য একটি ট্রায়াল রান আগেই করা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই এটিরপর্যটকদের নিয়ে পাড়ি দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে জেটি যাওয়ার রাস্তা। তবে প্রশাসন সূত্রে খবর দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ বেহাল রাস্তা সংস্কার করে প্রমোদতরী পরিষেবা দ্রুতই চালু করতে উদ্যোগী

পরিষেবা দ্রুত চালু করতে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সেচ দফতরের সঙ্গে কথা বলেছে। সেচ দফতর ওই রাস্তাটি দ্রুতসংস্কার করার কাজ শুরু করবে বলে জানা যায়।

advertisement

এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সচিব জানান, ‘রাস্তার কারণে প্রমোদতরীপরিষেবা পর্যটকদের কাছে পৌঁছে দিতে বাধা সৃষ্টি হয়েছে। এই বাধা দ্রুত ই কাটিয়ে ওঠা যাবে। পর্যটকেরা দিঘায় খুব তাড়াতাড়ি প্রমোদতরীর পরিষেবা উপভোগ করতে পারবেন।’ সবকিছু ঠিকঠাক থাকলেও জেটি যাওয়ার রাস্তার কারণে থমকে গিয়েছে প্রমোদতরী পরিষেবা আর তাতেই কিছুটা হলেও পর্যটকেরা ক্ষুণ। এই পরিষেবা কবে চালু হবে সেদিকেই মুখিয়ে রয়েছেন পর্যটকেরা।

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha: গোয়ার মতো বিলাস দেখা যাবে এবার দিঘাতে, নেওয়া হচ্ছে বিরাট উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল