কাঁথির সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, ' সরকারি নিয়ম-নীতি মেনেই বুধবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে অনুমোদিত লঞ্চ-ট্রলার ও ভুটভুটিগুলি। এক্ষেত্রে লাইসেন্সের কাগজপত্র সহ মৎস্যজীবীদের জীবন বীমার নথি সঙ্গে রাখতে হবে। সমুদ্রে যাওয়া প্রত্যেক মৎস্যজীবীর লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে।' ৬১ দিনের ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশ সহ সামুদ্রিক মাছের খোঁজে বুধবার থেকে একে একে সমুদ্র যাত্রা শুরু করেছে মৎস্যজীবীদের লঞ্চ-ট্রলার।
advertisement
মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে ২৩ সেন্টিমিটার এর নিচের ইলিশ মাছ ধরা যাবে না। ৯০ মিলিমিটারের কম পরিধি ফাঁসের জাল ব্যবহার করা যাবে না। গত মরশুমে খরা ছিল সামুদ্রিক মাছের। লোকসানের জেরে সঙ্কটে অনেক লঞ্চ-ট্রলারের মালিক। নতুন মরশুমে ধারদেনা করে ফের ফের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়বে এমন আশায় বুক বাঁধছেন তাঁরা।
Saikat Shee