বৈঠকে আলোচনা হয় তাম্রলিপ্ত পৌর এলাকার হাইড্রেন, রাস্তাঘাটে জমে থাকা আবর্জনা, ডাবের খোলা সহ জল জমার উপকরণ থাকলেই পরিষ্কার করবে তাম্রলিপ্ত পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন নার্সিংহোমের আশেপাশে হাইড্রেন অপরিষ্কার থাকার কারণে নার্সিংহোমগুলোকে ইতিমধ্যে নোটিশ জারি করার কথা জানিয়েছেন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভা মধ্যে থাকা বিভিন্ন খাওয়ার দোকান ও রেস্টুরেন্টগুলিকে ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা বিভিন্ন খাওয়ার দোকানে লক্ষ্য করা যায় দীর্ঘ সময় নোংরা জল জমা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুনঃ দ্রব্যমূল্য বৃদ্ধিতে কমেছে আয়, তবুও দেবদেবীর অলঙ্কার তৈরিতে উৎসাহ কমেনি
প্রসঙ্গত উল্লেখ্য ডেঙ্গু রোধে তাম্রলিপ্ত পৌরসভা কোমর বেঁধে নেমেছে। সেপ্টেম্বর মাসে প্রথম দিকে পৌরসভার এলাকায় বিভিন্ন ড্রেন ও জলাশয় গুলিতে, মশার লার্ভা খাদক গাপ্পি মাছ ছাড়া হয়েছে। শুধু গাপ্পি মাছ নয় শহরকে ডেঙ্গু মুক্ত করতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে পৌরসভা। পুজোর আগে শুধু তমলুক শহর নয় রাজ্যের একাধিক পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের।
Saikat Shee