TRENDING:

East Medinipur News: পোস্ট অফিসে টাকা জমা রেখে সর্বস্বান্ত গ্রাহকেরা

Last Updated:

পোস্ট অফিসে টাকা রেখেও নিস্তার নেই। সর্বস্বান্ত হল প্রায় ২০০ জন গ্রাহক। খোয়া গেল প্রায় ২ কোটি টাকা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রামনগর: নিজেদের অর্জিত টাকা পোস্ট অফিসে সঞ্চয় করেও সর্বস্ব খোয়ালেন গ্রাহকেরা। পোস্ট অফিসে টাকা রেখেও নিস্তার নেই। সর্বস্বান্ত হল প্রায় ২০০ জন গ্রাহক। খোয়া গেল প্রায় ২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরএর বালিসাই পোস্ট অফিসে। ওই পোস্ট অফিসের স্থানীয় পোস্টাল এজেন্ট এর মাধ্যমে টাকা জমা করতো সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কিন্তু নিজেদের কষ্টের টাকা জমা রেখেও প্রতারনার শিকার হল তারা।
advertisement

পোস্টঅফিস থেকে ২ কোটি টাকা নিয়ে ফেরার এক ব্যাক্তি নাম সাজিত সাহা বাড়ি রামনগরের বালিসাইতে।পোস্টঅফিসে এজেন্ট সাহিত সাহা নামের ব্যাক্তি প্রায় ২ কোটি টাকা নিয়ে ফেরার, ওনার নামে টাকা তোলা ও টাকা জমা না করার অভিযোগ তোলে অনেক ব্যাক্তি। প্রায় ২০০ জনের নামে টাকা উধাও পুলিশ ওর খোঁজ করছে। এদিন বালিসাই পোস্টঅফিস ঘিরে বিক্ষোভ এবং ভাঙচুর করার জন্য প্রস্তুত হয়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি দেখে আস্বাস দেন রামনগর থানার পুলিশ তাড়াতাড়ি সম্ভব সব সমস্যা সমাধান করবেন।

advertisement

আরও পড়ুন: বড়দিনে মদ বিক্রিতে শীর্ষে পূর্ব মেদিনীপুর! টাকার অঙ্ক শুনলে যে কেউ ভিড়মি খাবেন

পোস্টমাস্টার বলেন যে উনি এই ব্যাপার এ কিছু জানেন না সরকার এই ব্যাপার এ সাহায্য করবেন। সাজিত সাহা নামের এই ব্যাক্তি পোস্টঅফিস এর এজেন্ট ছিলেন।ওনার বাবা ও আগে এই পোস্টঅফিস এর এজেন্ট ছিলেন। গ্রামবাসীদের কথায় উনি খুবই ভালো লোক ছিলেন, তাই অনেক ব্যাক্তি ওনার ছেলে সাজিত এর কছে টাকা জমা ও তোলার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু অনেক দিন বাবদ ওদের বই ও ফোনে টাকার ম্যাসেজ না আসায় সন্দেহ হয় তখন তারা পোস্টঅফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন অনেক লোকের টাকা নিয়ে সাজিত ফেরার।

advertisement

আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা! ফের ব্যবসা বন্ধের আতঙ্কে যৌনকর্মীরা

প্রতারিত গ্রাহকেরা এদিন পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন। প্রতারিত গ্রাহকদের অভিযোগ এই ঘটনায় পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার সম্পূর্ণভাবে যুক্ত। তারা আরও অভিযোগ আনেন যবে থেকেই নতুন পোস্টমাস্টার পোস্ট অফিসের দায়িত্ব পেয়েছেন তবে থেকেই এই ধরনের কাজ শুরু হয়েছে। সবমিলিয়ে নিজেদের বহু কষ্টের অর্জিত টাকা পোস্ট অফিসে জমা রেখে প্রতারণার হাত থেকে রেহাই পেল না ওই গ্রাহকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পোস্ট অফিসে টাকা জমা রেখে সর্বস্বান্ত গ্রাহকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল