করোনা জন্য গত তিন বছর ধরে বন্ধ ছিল এই চন্দনেশ্বর মন্দিরের গাজন ও চড়ক মেলা। ২০২৩ সালে আবার নতুন করে শুরু হয়েছে গাজন ও চড়ক উৎসব। আজও চৈত্র মাসে গ্রাম বাংলার শিব মন্দিরে মন্দিরে হয় শিবের গাজন ও চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো এবং মেলা বসে। প্রাচীন এই চন্দনেশ্বর মন্দির ওড়িশা রাজ্যের হলেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মন্দিরে গাজনের সন্ন্যাসী হয়ে পুণ্য লাভের আশায় হাজির হন।
advertisement
আরও পড়ুন: গরম পড়তেই তীব্র জল সঙ্কট, বাধ্য হয়ে পুকুরের জলের রান্না করছে এই গ্রামের বাসিন্দারা!
এই মন্দিরে গাজন উপলক্ষে কয়েক হাজার সন্ন্যাসীর সমাগম হয়। এই বছর এখনও পর্যন্ত প্রায় এক হাজারের মত সন্ন্যাসী এসেছেন বলে মন্দির কমিটি জানিয়েছে। মন্দিরের সম্পাদক তপন পন্ডা বলেন, বিভিন্ন রাজ্য থেকে বহু সন্ন্যাসী গাজন উপলক্ষে এখানে আসেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সন্ন্যাসী এখানে অর্ঘ্য দিতে আসেন। এবার বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকছে প্রশাসনিক সতর্কতা। পর্যাপ্ত পানীয় জল ও খাদ্যের বন্দোবস্ত রাখা হয়েছে। মেডিকেল টিমও থাকছে।
সৈকত শী