TRENDING:

Crime News: শুধু টাকা নয়, জামাও নিয়ে পালিয়েছে চোরের দল! মাথায় হাত গৃহস্থের

Last Updated:

Crime News: নন্দীগ্রামে এর আগেও বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: চোরের অত্যাচারে অতিষ্ঠ নন্দীগ্রামবাসী। আবারও রাতের অন্ধকারে জানালা ভেঙে এক ব্যক্তির বাড়ি চুরি হল। নন্দীগ্রামে এর আগেও বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে চোরের হানায় অতিষ্ট হয়ে উঠেছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ জন। নন্দীগ্রাম থানার অন্তর্গত ধান্যখালী গ্রামে এক ব্যক্তির বাড়ির জানালা ভেঙে নগদ টাকা এটিএম কার্ড সহ পোশাক চুরি করল চোরের দল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement

আগের দিন রাতে বারোটার সময় বাড়ির সবাই ঘুমোতে গিয়েছিলেন। আর সকালে উঠেই দেখে শোওয়ার ঘরের পাশের রুমে জিনিসপত্র তছনছ অবস্থা। তখন বুঝতে আর বাকি থাকল না কী থেকে কী হয়েছে! রাতে ঘুমোনোর সময় হানা দিয়েছে চোরের দল। আর তাতেই বাড়ির এই রুমের এই অবস্থা। বাড়ির লোকেরা দেখেন ওই রুমের জানালার তার কেটে জানালা ভেঙে রুমে চুরি করেছে চোরের দল। নগদ টাকা সহ এটিএম কার্ড এমনকি বাড়ির মালিকের বাবার পোশাকও নিয়ে পালিয়েছে গুণধর চোরেরা।

advertisement

আরও পড়ুন, প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, ট্যুইটে শোকপ্রকাশ শুভেন্দুর

আরও পড়ুন, অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। এ বিষয়ে বাড়ি মালিক প্রণব কুমার মাইতি জানান, প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর রাত্রি বারোটা নাগাদ পরিবারের সবাই ঘুমোতে যান। সকালবেলা ঘুম থেকে উঠে পাশের রুমে ঢুকতেই চক্ষুচড়ক গাছ। রুমে মধ্যে একটি ব্যাগে নগদ কয়েক হাজার টাকা সমেত বেশ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড ছিল। তা ওই চোরের দল চুরি করেছে। শুধু তাই নয় তার বাবার পরনের পোশাক ও চুরি করেছে। এই ঘটনার বিবরণ জানিয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। ওই পরিবারের লোকজন এই ঘটনায় আতঙ্কে আছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Crime News: শুধু টাকা নয়, জামাও নিয়ে পালিয়েছে চোরের দল! মাথায় হাত গৃহস্থের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল