বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে বন্দি। তবে একসময় বলা হতো, গোটা বীরভূমে তাঁর দাপটে ‘বাঘে-গরুতে’ এক ঘাটে জল খেত। সেই অনুব্রত মণ্ডল সক্রিয় রাজনীতিতে আসার আগে নাকি বোলপুর বাজারে মাছ বিক্রি করতেন। তাঁর সঙ্গে আপাতত দৃষ্টিতে অনেকটাই মিল আছে নন্দকুমারের মাছ বিক্রেতা মহাদেব মণ্ডলের। তবে তিনি তৃণমূল নয়, এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন।
advertisement
আরও পড়ুন: সিপিএম প্রার্থীর গলা ফুঁড়ে ঢুকে গেল তির! ভোট নিয়ে নতুন কাণ্ড
মহাদেব মণ্ডল প্রতিদিন ভোর ভোর উঠে পড়েন মাছের ব্যবসার কাজের জন্য। ঠিক আটটা বাজলেই ব্যবসার কাজ গুছিয়ে নেমে পড়েন রাজনীতির ময়দানে। শুরু হয় ভোট প্রচার। সারাদিনই মানুষের পাশে থাকার চেষ্টা করেন। গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কার কী অসুবিধে সেগুলো জানার চেষ্টা করেন। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনেও জয়ী হয়েছিলেন পেশায় মাছ বিক্রেতা মহাদেববাবু। সেবার শীতলপুর পশ্চিম ১০ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করলেও হারাতে পারেনি তাঁকে। এবার অবশ্য তাঁকে গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত সমিতির প্রার্থী করেছে বিজেপি। তবে জয়ের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী এই বিজেপি প্রার্থী। দাবি, গত পাঁচ বছর যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা দেখেই এবার ভোট দেবে সবাই। পাশাপাশি আরও একবার জোর গলায় জানালেন, মাছের ব্যবসা সামলিয়ে রাজনীতিতে থাকতে চান। তবে কোনমতেই অনুব্রত মণ্ডল হতে চান না।
সৈকত শী