Panchayat Election 2023: সিপিএম প্রার্থীর গলা ফুঁড়ে ঢুকে গেল তির! ভোট নিয়ে নতুন কাণ্ড

Last Updated:

পঞ্চায়েত ভোটের আগে অশান্তি কিছুতেই থামছে না কোচবিহারের দিনহাটায়। এবার গভীর রাতে তিরবিদ্ধ হলেন সিপিএম প্রার্থী

কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক হিংসা ক্রমশই বাড়ছে দিনহাটায়। মঙ্গলবার পর পর বোমা ফেটে একই পরিবারের চার সদস্য গুরুতর জখম হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিনহাটায় আক্রান্ত হল সিপিএম প্রার্থী। মনোয়ারা মিঁয়া নামে ওই সিপিএম প্রার্থীর গলা ফুঁড়ে ঢুকে যায় তির! গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।
সূত্রের খবর, দিনহাটা-১ ব্লকের বড় শোলমারি অঞ্চলের মদনাকুরার ৬-এর ২০৮ নম্বর বুথের সিপিএম প্রার্থী মনোয়ারা মিঁয়া ও ওই এলাকার বাম কর্মী সমর্থকদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলা করে একদল দুষ্কৃতী। তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় এসেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তিন রাউন্ড গুলি চালানোর পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজি করে। বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে মারধর করা হয়। সেই সময়ই দুষ্কৃতীদের ছোঁড়া তির গলা ফুঁড়ে ঢুকে যায় সিপিএম প্রার্থীর। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
advertisement
advertisement
সিপিএম প্রার্থীর গলায় তির ঢুকে যাওয়ার ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলের তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শাসক দল ও পুলিশকে তীব্র আক্রমণ করেছে সিপিএম। তাদের অভিযোগ, পুলিশ বিরোধী প্রার্থীদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিকে সিপিএম প্রার্থী সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা শুনেই এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election 2023: সিপিএম প্রার্থীর গলা ফুঁড়ে ঢুকে গেল তির! ভোট নিয়ে নতুন কাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement