অনিন্দিতা চন্দ ইতিমধ্যেই বেসরকারি একটি টিভি চ্যানেলের গানের রিয়ালিটি শো-এর টপ ১৫-এর তালিকায় স্থান করে নিয়েছেন। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর এক অন্য অনুভূতি। গান নিয়েই এগিয়ে যেতে চেয়েছিলেন বরাবর। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না। বর্তমানে অনিন্দিতা বিবাহিতা। স্বামী, সন্তান, সংসার সামলেও সঙ্গীতের চর্চা করছেন।
আরও পড়ুনঃ মার্চের বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? দোলে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন পূর্বাভাস
advertisement
অনিন্দিতার স্বামী অরুনাভ জানিয়েছেন, 'অনিন্দিতা গান ভালবাসে। সুর ভালবাসে। তাঁদের দু-বছরের কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানকে সামলে চলছে গানের তালিম। সবকিছু সামলে, মা বর্তমানে সুপার সিঙ্গারের মঞ্চে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াই লড়ে সুপার সিঙ্গার মঞ্চের টপ ১৫ প্রতিযোগীর মধ্যে স্থান পেয়েছেন। এই রিয়েলিটি শোতে সফল হলে শুধু একজন সংগীতশিল্পী সফল হবেন না, একজন মাও সফল হবেন।'
অনিন্দিতার সুরেলা কণ্ঠ জিতে নিয়েছেন আপামর বাঙালি মন, সেই সঙ্গে পাচ্ছেন বিচারকদের আশীর্বাদ এবং ভালবাসা। অনিন্দিতা গানের জগতে আরও এগিয়ে যাক চাইছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কাঁথির মেয়ে ও খেজুরির এই গৃহবধূর সুরেলা কন্ঠের গান দুই মেদিনীপুর জেলা তথা বাংলার শ্রোতাদের মন ছুঁয়েছে।
Saikat Shee