আরও পড়ুন: বেতন থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগে সাফাই কর্মীদের কর্মবিরতি, আবর্জনার পাহাড় হাসপাতালে
গভীর নিম্নচাপের কারণে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দিকে দিকে বৃষ্টির জমা জল মানুষের জীবনে যন্ত্রনার সৃষ্টি করেছে। নন্দকুমার ব্লকের গিরিরচক গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নন্দকুমার রেল স্টেশন ও লবন সত্যাগ্রহ রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল লাইনের নিচে জল যাতায়াতের নিকাশী নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে গভীর নিম্নচাপে বৃষ্টির জল বেরোতে না পারে ভাসিয়ে দিয়েছে গোটা গ্রামকে।
advertisement
বিক্ষোভকারীদের দাবি, রেল ওই নিকাশী নালা সংস্কার না করায় বৃষ্টি হলেই তাঁদের ভুগতে হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু কোনরকম সুরাহা হয়নি৷ তারই প্রতিবাদে এদিন তাম্রলিপ্ত এক্সপ্রেসের পথ আটকে দেন তাঁরা।
দিঘা থেকে হাওড়া ফেরার পথে তাম্রলিপ্ত এক্সপ্রেসটি বিক্ষোভের কারণে প্রায় ৪৫ মিনিটের মতো আটকে পড়ে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি এসে হাজির হন রেলের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তারপর আবার দিঘা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সৈকত শী