TRENDING:

East Medinipur News: রেলের কারণে ভাসছে গ্রাম, তাম্রলিপ্ত এক্সপ্রেসের পথ আটকালেন গ্রামবাসীরা

Last Updated:

রেলের নিকাশী নালার জন্য জলে ভাসছে গোটা গ্রাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের পথ আটকালেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: লবণ সত্যাগ্রহ স্টেশন পার করার পরই ছন্দপতন তাম্রলিপ্ত এক্সপ্রেসের। হঠাৎই চালক ব্রেক কষে দাঁড়া করালেন ট্রেন। কারণ রেললাইন আটকে বিক্ষোভে দেখাচ্ছে গ্রামবাসীরা। রেললাইন আটকে গ্রামবাসীদের এই বিক্ষোভের কারণ জল যন্ত্রণা। নিম্নচাপের ভারী বৃষ্টি জেলাজুড়ে চলছে। আর তাতেই রেলের নিকাশী নালা আটকে থাকায় জল জমেছে গ্রামে। এরই প্রতিবাদে তাম্রলিপ্ত এক্সপ্রেসের পদ আটকানো হয়। নন্দকুমারের গিরিরচক গ্রামের বাসিন্দারা বুধবার দিঘা থেকে হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান৷
advertisement

আরও পড়ুন: বেতন থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগে সাফাই কর্মীদের কর্মবিরতি, আবর্জনার পাহাড় হাসপাতালে

গভীর নিম্নচাপের কারণে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দিকে দিকে বৃষ্টির জমা জল মানুষের জীবনে যন্ত্রনার সৃষ্টি করেছে। নন্দকুমার ব্লকের গিরিরচক গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নন্দকুমার রেল স্টেশন ও লবন সত্যাগ্রহ রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল লাইনের নিচে জল যাতায়াতের নিকাশী নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে গভীর নিম্নচাপে বৃষ্টির জল বেরোতে না পারে ভাসিয়ে দিয়েছে গোটা গ্রামকে।

advertisement

View More

বিক্ষোভকারীদের দাবি, রেল ওই নিকাশী নালা সংস্কার না করায় বৃষ্টি হলেই তাঁদের ভুগতে হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু কোনরকম সুরাহা হয়নি৷ তার‌ই প্রতিবাদে এদিন তাম্রলিপ্ত এক্সপ্রেসের পথ আটকে দেন তাঁরা।

দিঘা থেকে হাওড়া ফেরার পথে তাম্রলিপ্ত এক্সপ্রেসটি বিক্ষোভের কারণে প্রায় ৪৫ মিনিটের মতো আটকে পড়ে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি এসে হাজির হন রেলের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তারপর আবার দিঘা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: রেলের কারণে ভাসছে গ্রাম, তাম্রলিপ্ত এক্সপ্রেসের পথ আটকালেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল