প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, তমলুক থানা এলাকাতেই ওই যুবকের বাড়ি। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরি করার অপরাধে সকালে নোংরা জলে চুবিয়ে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে মারধর। অমানবিক ঘটনার সাক্ষী থাকল তমলুক এলাকার সাওতানচক।
আরও পড়ুন: ২৪-এ কেমন ফল করবে বিজেপি? মারাত্মক ভবিষ্যদ্বাণী শশী থারুরের
advertisement
আরও পড়ুন: তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনায় বসার আর্জি শরিফের
যুবককে বেধড়ক মার পরে নোংরা জলে উপর শুতে বাধ্য করেন এলাকাবাসীরা। ওই যুবক নোংরা জলের উপর শুতে রাজি না হওয়াতে বারবার চলে বেধড়ক মারধর। অমানবিক ঘটনার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল এলাকাবাসীরা। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ। তমলুক থানা পুলিশের সূত্রে জানা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
Saikat Shee