তমলুকের বাড় পদুমবসান এলাকার এই ঘটনাটি ঘটে। তমলুক শহরের ৪ নম্বর ওয়ার্ডে রেল ক্রসিং এর কাছে পঞ্চানন সমান্তর বাড়িতে আগুন লাগে। সন্ধ্যা আরতির সময় জ্বালানো ধূপ থেকে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যে ৭ টা নাগাদ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটির দ্বিতীয় তল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।
আরও পড়ুন: অযোধ্যার আলো শিলিগুড়িতেও! সেজে উঠল রাম মন্দির
advertisement
বাড়ির সদস্যই প্রথম আগুন দেখতে পায়। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাড়ির লোকজন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জল দিয়ে প্রাথমিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বাড়িটি দ্বিতলের ছাদের কাঠামো বাঁশ ও কড়িবর্গার হওয়ায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: স্কুলেই হল পিঠেপুলি উৎসব! কিন্তু কেন? জানলে অবাক হবেন
বাড়ির দ্বিতলে থাকা অন্যান্য আসবাবপত্রে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরিবারের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনার সম্পর্কে ওই পরিবারের সদস্যা গুড্ডি সামন্ত জানান, সন্ধ্যেবেলা বাইরে বেরিয়ে এসে দেখেন বড় জায়ের বাড়ির উপর তলাতে আগুন লেগেছে। সেই সময় নীচের তলায় ভাসুর ও বড় জা ছিলেন। তিনি চিৎকার করে তাদের বাইরে ডাকেন। ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ওপরে থাকা খাট পালঙ্ক-সহ অন্যান্য আসবাবপত্র এমনকী কম্পিউটার সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। তাদের অনুমান ধূপ থেকেই এই ঘটনা ঘটেছে।
সৈকত শী