ফলে সৌন্দর্য বজায় রাখতে তাদের পরচুলা ব্যবহার করতে হয়। চাহিদা অনুযায়ী বাজারে পরচুলা পাওয়া যায় না। কারণ পথ চলে আসতে তৈরি হয় শুধুমাত্র মাথার চুল থেকে। একজনের জন্য পরচুলা তৈরি করতে কমপক্ষে পাঁচ জন মহিলার মাথার চুলের প্রয়োজন। বর্তমান সময়ে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুনঃ ব্যক্তিগত পুকুর ভরাট করতে গিয়ে বিপাকে মহিষাদলের এক ব্যক্তি!
advertisement
পরচুলার চাহিদাও বাড়ছে। ফলে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুলদান শিবির আয়োজনের উদ্যোগ নেন শিক্ষক মৌসম মজুমদার। মেদিনীপুর কুইজকেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তত্ত্বাবধানে তমলুক থানার আস্তাড়া গ্রামে আয়োজিত হয় চুলদান শিবির। এ প্রসঙ্গে শিক্ষক মৌসুম মজুমদার জানান, ' জনপ্রিয় টেলিভিশন শো থেকে তিনি এ বিষয়ে অনুপ্রেরণা পান।
আরও পড়ুনঃ সাঁকো নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ
প্রথমে সামাজিক মাধ্যমের মধ্যে চুল দান বিষয়ে প্রচার চালান। তাতে সাড়া পাওয়া যায়। কিন্তু ক্যান্সার আক্রান্তদের জন্য এই চুলদান গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্যই শিবিরের আয়োজন। আগামীদিনে আরও এরকম শিবির আয়োজন করা হবে।'
Saikat Shee