TRENDING:

West Bengal Financial Scam: ভুয়ো আর্থিক সংস্থার নামে রাজ্যে ফের বড় কেলেঙ্কারি! বেশি লাভের লোভ দেখিয়ে আমজনতাকে ১৫০ কোটির প্রতারণা...

Last Updated:

পশু চিকিৎসকের আশ্বাসের ফাঁদে পা দিয়ে অর্থ লগ্নি করে পূর্ব বর্ধমানে সর্বস্বান্ত হাজার হাজার মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আপনিও কি লোভে পড়ে তাড়াতাড়ি অনেক টাকা রোজগারের স্বপ্ন দেখছেন? তবে পূর্বস্থলীর মানুষগুলোর কথা মাথায় রেখে নিজের লোভকে সংবরণ করুন। না হলে লাভের বদলে সর্বস্বান্ত হতে পারেন! সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত অ্যাপে অর্থ বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হতে গিয়ে সব খোয়ালেন অনেকে। সর্বস্বান্ত হয়ে মাথা চাপড়াচ্ছেন হাজার হাজার মানুষ। যা খবর পাওয়া যাচ্ছে তাতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী‌রই হাজার বাসিন্দা এইভাবে নিজেদের সবকিছু খুইয়ে বসেছেন।
advertisement

এই প্রতারণা চক্রের মূল পান্ডা হিসেবে সন্দীপ সেন নামে এক পশু চিকিৎসকের নাম উঠে এসেছে। প্রতারিতদের থেকে জানা গিয়েছে, প্রতারক সন্দীপ পূর্বস্থলীর তামাঘাটা এলাকার বাসিন্দা। সে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস নামে একটি অ্যাপে সবাইকে অর্থ বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে। ওই ব্যক্তি প্রতারক চক্রের স্থানীয় এজেন্ট ছিল বলে অভিযোগ। এমনকি মানুষের আস্থা অর্জনের জন্য ওই পশু চিকিৎসক বলেছিলেন, বিনিয়োগ করা টাকা কোম্পানি ফেরত না দিলে আমি নিজে সবাইকে টাকা দিয়ে দেব।

advertisement

আরও পড়ুন: নদীর ঘাটে পড়ে জামা-প্যান্ট, স্কুল ব্যাগ! পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্র

জানা গিয়েছে সন্দীপ সেন নামে ঐ পশু চিকিৎসক সকলের স্মার্টফোনে একটি লিঙ্ক পাঠাতেন। সেই লিঙ্কে ক্লিক করে টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিসের ওয়েবসাইটে ঢুকতে হতো। সেখানে গিয়ে টাকা বিনিয়োগ করত এলাকার মানুষ। প্রথম দিকে দুই একবার প্রতারিতরা বিনিয়োগ করা টাকার একাংশ ফেরত পেয়েছেন। কিন্তু কয়েকদিন আগেই হঠাৎই অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তারপর থেকেই প্রতারিতরা আর নিজেদের টাকা ফেরত পাননি। ফোন করলে পাওয়া যাচ্ছে না সন্দীপ সেনকেও। এইভাবে শুধু পূর্বস্থলী নয়, দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন বলে খবর। তবে পূর্ব বর্ধমান জেলায় প্রচারিতের সংখ্যা সবচেয়ে বেশি।

advertisement

View More

পশু চিকিৎসক সন্দীপ সেন নিজের বাড়িতে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রসেনজিৎ প্রামানিক নামে স্থানীয় এক বাসিন্দা ওই পশু চিকিৎসকের কথায় ভরসা করে ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান, কয়েকদিন আগেই ওই ব্যক্তির কথা শুনে লিঙ্কে ক্লিক করে ১৬ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। তার চারদিন পরে অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এরপর চেষ্টা করেও সন্দীপ সেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে প্রসেনজিৎবাবু জানালেন। তাঁর থেকেও খারাপ অবস্থা বহু দরিদ্র কৃষকের। তাঁরা অনেকেই দুটো বেশি পয়সার আশায় গয়না বন্ধক রেখে এই অ্যাপে টাকা রেখেছিলেন। এখন সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত পথে বসার যোগাড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই গোটা ঘটনা সারদা, রোজভ্যালি সহ এক দশক আগে রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিতে বাধ্য। এটা প্রমাণিত আগের মতো চিটফান্ড রূপে না হলেও প্রতারণা চক্র নানানভাবে দরিদ্র মানুষদের সর্বস্বান্ত করে চলেছে। সূত্রের খবর, টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস এইভাবে প্রায় দেড়শো কোটি টাকা মানুষের থেকে তুলে নিয়ে গা ঢাকা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
West Bengal Financial Scam: ভুয়ো আর্থিক সংস্থার নামে রাজ্যে ফের বড় কেলেঙ্কারি! বেশি লাভের লোভ দেখিয়ে আমজনতাকে ১৫০ কোটির প্রতারণা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল