এই প্রতারণা চক্রের মূল পান্ডা হিসেবে সন্দীপ সেন নামে এক পশু চিকিৎসকের নাম উঠে এসেছে। প্রতারিতদের থেকে জানা গিয়েছে, প্রতারক সন্দীপ পূর্বস্থলীর তামাঘাটা এলাকার বাসিন্দা। সে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস নামে একটি অ্যাপে সবাইকে অর্থ বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে। ওই ব্যক্তি প্রতারক চক্রের স্থানীয় এজেন্ট ছিল বলে অভিযোগ। এমনকি মানুষের আস্থা অর্জনের জন্য ওই পশু চিকিৎসক বলেছিলেন, বিনিয়োগ করা টাকা কোম্পানি ফেরত না দিলে আমি নিজে সবাইকে টাকা দিয়ে দেব।
advertisement
আরও পড়ুন: নদীর ঘাটে পড়ে জামা-প্যান্ট, স্কুল ব্যাগ! পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্র
জানা গিয়েছে সন্দীপ সেন নামে ঐ পশু চিকিৎসক সকলের স্মার্টফোনে একটি লিঙ্ক পাঠাতেন। সেই লিঙ্কে ক্লিক করে টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিসের ওয়েবসাইটে ঢুকতে হতো। সেখানে গিয়ে টাকা বিনিয়োগ করত এলাকার মানুষ। প্রথম দিকে দুই একবার প্রতারিতরা বিনিয়োগ করা টাকার একাংশ ফেরত পেয়েছেন। কিন্তু কয়েকদিন আগেই হঠাৎই অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তারপর থেকেই প্রতারিতরা আর নিজেদের টাকা ফেরত পাননি। ফোন করলে পাওয়া যাচ্ছে না সন্দীপ সেনকেও। এইভাবে শুধু পূর্বস্থলী নয়, দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন বলে খবর। তবে পূর্ব বর্ধমান জেলায় প্রচারিতের সংখ্যা সবচেয়ে বেশি।
পশু চিকিৎসক সন্দীপ সেন নিজের বাড়িতে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রসেনজিৎ প্রামানিক নামে স্থানীয় এক বাসিন্দা ওই পশু চিকিৎসকের কথায় ভরসা করে ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান, কয়েকদিন আগেই ওই ব্যক্তির কথা শুনে লিঙ্কে ক্লিক করে ১৬ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। তার চারদিন পরে অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এরপর চেষ্টা করেও সন্দীপ সেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে প্রসেনজিৎবাবু জানালেন। তাঁর থেকেও খারাপ অবস্থা বহু দরিদ্র কৃষকের। তাঁরা অনেকেই দুটো বেশি পয়সার আশায় গয়না বন্ধক রেখে এই অ্যাপে টাকা রেখেছিলেন। এখন সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত পথে বসার যোগাড়।
এই গোটা ঘটনা সারদা, রোজভ্যালি সহ এক দশক আগে রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিতে বাধ্য। এটা প্রমাণিত আগের মতো চিটফান্ড রূপে না হলেও প্রতারণা চক্র নানানভাবে দরিদ্র মানুষদের সর্বস্বান্ত করে চলেছে। সূত্রের খবর, টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস এইভাবে প্রায় দেড়শো কোটি টাকা মানুষের থেকে তুলে নিয়ে গা ঢাকা দিয়েছে।