হঠাৎ করেই বর্ধমান স্টেশনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেসের স্পেশাল কোচে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যে আসছেন, এই খবর আগে থেকেই ছিল৷ রীতিমতো হইহই শুরু হয়েছিল পুরো স্টেশন চত্বরে।
advertisement
মুখ্যমন্ত্রী আসার আগে থেকেই বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে। বুধবার বিকেল ৫টা ১৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন।
তারপরই দেখা যায়, হাওড়া- গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ‘ এ ওয়ান ‘ কামরা থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন মূখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।
স্টেশন চত্বরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা ও পুলিশ সুপার কামনাসিশ সেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও তৃণলের অন্য নেতা কর্মীরাও।
বিধায়ক খোকন দাস বলেন, ‘‘দিদি বললেন সবাইকে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে, একসঙ্গে থাকতে। আমাদের সব কাউন্সিলর, নেতা, কর্মীরা দিদিকে কাছে পেল এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার।’’
বর্ধমান স্টেশনে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। ট্রেনের কামরার দরজাতেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ঘিরে এক অন্য উন্মাদনা শুরু হয়েছিল স্টেশন চত্বরে।