West Bengal Panchayat Election 2023 Voting LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
এই ডিসিআরসি থেকেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার মুখে ভিন্ন স্বাদের এক মন্তব্য করতে শোনা গেল এক ভোট কর্মীকে। এই ভোট কর্মীর কথায় তারা নিরাপত্তার অভাব দেখতে পাচ্ছেন। একজন মাত্র পুলিশ কর্মী দিয়ে তাদের ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে এক নম্বর ব্লকের ডিসিআরসি থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া এই ভোট কর্মী জানান, ‘আমাদের সেন্টার পড়েছে গিদোগ্রামে ।’ ভোট কিরকম হবে এই নিয়ে প্রশ্ন করা হলে জানান যে “ভোট কেমন হবে তা ওখানে যাওয়ার পরই বোঝা যাবে , তবে আমরা যা আশা করেছিলাম নিরাপত্তার অভাব দেখছি । একজন মাত্র পুলিশ দাদা আমাদের সঙ্গে যাচ্ছেন । জানি না আমরা কতটা ঠিক ঠাক ভাবে ভোট করে ফিরব । ফেরার পর দেখা হলে আবার কথা হবে । “
advertisement
আরও পড়ুন: বিরাট ঢেউ দিঘায়! কয়েকতলা বাড়ির সমান! যা হাল হল পর্যটকদের! দেখুন
আরও পড়ুন:
অপরদিকে কাটোয়া এক নম্বর ব্লকের রায়ের পাড়া ৪১ নম্বর বুথের উদ্দেশ্যে রওনা হওয়া এক ভোট কর্মী জানান একজন মহিলা পুলিশ কর্মী দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে তাদের। এই ভোট কর্মীর কথায়, এখানে বেঙ্গল পুলিশের সহায়তা দেখতে পাচ্ছি। কিন্তু সেন্ট্রাল ফোর্সের বিষয় এখনও পর্যন্ত কিছু জানি না। তবে এই ভোট কর্মীর কথায় স্পষ্ট ধরা পড়েছে যে ওঁরা নিরাপত্তার অভাবে চিন্তায় রয়েছেন । তবে এখন দেখার বিষয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হয় ।
Bonoarilal Chowdhury