TRENDING:

Food Festival: দামে কম খেতেও সুস্বাদু! সস্তায় খাবার খেতে হলে যেতে হবে 'এই' জায়গায়, খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর!

Last Updated:

Food Festival: খাদ্য প্রেমীদের জন্য দারুণ সুখবর। মাত্র একটি ময়দানের মধ্যেই পাবেন রকমারি খাবার। থাকছে মাছ, মাংসের প্রচুর নতুন নতুন আইটেম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর। মাত্র একটি ময়দানের মধ্যেই পাবেন রকমারি খাবার। থাকছে মাছ, মাংসের প্রচুর নতুন নতুন আইটেম। দামও অন্যান্য জায়গার থেকে বেশ কম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে, বর্ধমান ফুডিস ক্লাবের তরফ থেকে শুরু হয়েছে খাদ্য মেলা । মেলার নাম রাখা হয়েছে খাদ্যাণ্বেষণ ২০২৩ । আগামী ৩ ডিসেম্বর অবধি চলবে এই মেলা । বর্ধমান শহরের উৎসব ময়দানে এই মেলা চলছে ।
উৎসব ময়দানে চলছে মেলা 
উৎসব ময়দানে চলছে মেলা 
advertisement

বর্ধমান ফুডিস ক্লাবের প্রেসিডেন্ট মৈনাক মুখার্জী সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, এই মেলাতে সকল খাবার খুবই কম দামে পাবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই এই মেলায় তাদের স্টল নিয়ে বসেছেন। মেলা শেষ হয়ে গেলে হয়তো তাদের আর পাবেন না। এবং এত কম দামে খাবারও পাবেন না । তাই সকলেই আসুন এবং এই মেলা উপভোগ করুন ।

advertisement

আরও পড়ুন-   নাবালক বয়সেই শারীরিক সম্পর্ক! বছর ৫৫-র মহিলার সঙ্গে কী করেছিলেন ১৪ বছরের ওম পুরী? শুনলে গা কাঁটা দেবে]

আরও পড়ুন-   ভুলেও ‘এই’ ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!

সূত্র থেকে জানা গিয়েছে, এই বছর মেলা প্রাঙ্গনে থাকছে ফ্রি ওয়াইফাই জোন । এই বছর মেলায় থাকছে মোট ৮৫ টি খাবারের স্টল যা গত বছরের তুলনায় ২৫ টি বেশি । গত বছরের মতো এই বছরও থাকছে সেরা রেসিপি কনটেস্ট। এবছর বাচ্চাদের জন্য থাকছে যেমন খুশি সাজো কনটেস্ট, বাচ্চারা নিজেদের পছন্দমত সেজে আসতে পারবে। এছাড়াও থাকছে খাই খাই কনটেস্ট, যেখানে দেখা যাবে ৩০ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে।

advertisement

এছাড়াও মেলাতে থাকছে স্কুলের বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান। দু’দিনের ডিজে অনুষ্ঠান এবং বাংলা ব্যান্ড। মেলাতে যে সকল খাবার পাওয়া যাচ্ছে তার দামও তুলনামূলক অনেক কম যেমন, ১০০ টাকায় পাওয়া যাচ্ছে পোলাও চিকেন। ৯০ থেকে ১০০ টাকায় চম্পারণ হান্ডি খাসি পোলাও। ১০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে নানান মাছ ভাজা। হান্ডি মোমো, পিৎজা সবই ১৫০ টাকার মধ্যে। ১০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে নতুন স্বাদের মিষ্টি। ১০ টাকায় কেশর জিলিপি। ৮০ থেকে ১০০ টাকায় বিভিন্ন কম্বো এবং মাত্র ১৫০ টাকায় খাসির মাংস, আলু পোস্ত ভাত। এছাড়াও আরও প্রচুর খাবারের আইটেম রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Food Festival: দামে কম খেতেও সুস্বাদু! সস্তায় খাবার খেতে হলে যেতে হবে 'এই' জায়গায়, খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল