বর্ধমান ফুডিস ক্লাবের প্রেসিডেন্ট মৈনাক মুখার্জী সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, এই মেলাতে সকল খাবার খুবই কম দামে পাবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই এই মেলায় তাদের স্টল নিয়ে বসেছেন। মেলা শেষ হয়ে গেলে হয়তো তাদের আর পাবেন না। এবং এত কম দামে খাবারও পাবেন না । তাই সকলেই আসুন এবং এই মেলা উপভোগ করুন ।
advertisement
আরও পড়ুন- নাবালক বয়সেই শারীরিক সম্পর্ক! বছর ৫৫-র মহিলার সঙ্গে কী করেছিলেন ১৪ বছরের ওম পুরী? শুনলে গা কাঁটা দেবে]
আরও পড়ুন- ভুলেও ‘এই’ ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!
সূত্র থেকে জানা গিয়েছে, এই বছর মেলা প্রাঙ্গনে থাকছে ফ্রি ওয়াইফাই জোন । এই বছর মেলায় থাকছে মোট ৮৫ টি খাবারের স্টল যা গত বছরের তুলনায় ২৫ টি বেশি । গত বছরের মতো এই বছরও থাকছে সেরা রেসিপি কনটেস্ট। এবছর বাচ্চাদের জন্য থাকছে যেমন খুশি সাজো কনটেস্ট, বাচ্চারা নিজেদের পছন্দমত সেজে আসতে পারবে। এছাড়াও থাকছে খাই খাই কনটেস্ট, যেখানে দেখা যাবে ৩০ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে।
এছাড়াও মেলাতে থাকছে স্কুলের বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান। দু’দিনের ডিজে অনুষ্ঠান এবং বাংলা ব্যান্ড। মেলাতে যে সকল খাবার পাওয়া যাচ্ছে তার দামও তুলনামূলক অনেক কম যেমন, ১০০ টাকায় পাওয়া যাচ্ছে পোলাও চিকেন। ৯০ থেকে ১০০ টাকায় চম্পারণ হান্ডি খাসি পোলাও। ১০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে নানান মাছ ভাজা। হান্ডি মোমো, পিৎজা সবই ১৫০ টাকার মধ্যে। ১০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে নতুন স্বাদের মিষ্টি। ১০ টাকায় কেশর জিলিপি। ৮০ থেকে ১০০ টাকায় বিভিন্ন কম্বো এবং মাত্র ১৫০ টাকায় খাসির মাংস, আলু পোস্ত ভাত। এছাড়াও আরও প্রচুর খাবারের আইটেম রয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী