এই বৈঠকে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, বিডিএ-এর চেয়ারম্যান কাকলী তা গুপ্ত সহ বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা। হাজির ছিলেন অন্যান্য জেলার আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রাপকরাও।
আরও পড়ুনঃ গরমের ছুটিতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে হবি ক্যাম্প
advertisement
উৎকর্ষ বাংলা ট্রেনিং নিয়ে যেসব মহিলারা এগিয়ে গেছেন তাঁদের সংবর্ধনা জানানো হয় এদিন। সভাধিপতি শম্পা ধাড়া বলেন এবছরের প্রথম দিকে জেলায় যে সবলা মেলা অনুষ্ঠিত হয় সেখানে স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিষ পত্র বিক্রি হয়েছে ২৫ লক্ষ টাকার বেশি।
আরও পড়ুনঃ ক্যাম্প বা ভ্যান নয় এবার বাড়িতেই দুয়ারে সরকার
পূর্ব বর্ধমান জেলায় প্রথম খণ্ডঘোষের সেহারাবাজারে জরির ক্লাষ্টার তৈরী হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে খুব শীঘ্রই তার উদ্বোধন হতে চলেছে। এই ক্লাষ্টারে প্রায় ১০০ জন মহিলা কাজ করবেন। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছ কোটি টাকা খরচ হয়েছে ।
Malobika Biswas