আরও পড়ুন: দুর্গাপুরের আকাশে উড়ল ইসরোর আদিত্য এল-১! এ কী অবাক কাণ্ড
কালনায় যে কুমিরটি উদ্ধার হয়েছে সেটা চলে এসেছিল একদম লোকালয়ের মধ্যে। দু’দিন পরই মহালয়া। সেই উপলক্ষে শনিবার ভোর থেকে নদীতে বহু মানুষ ভিড় করবেন তর্পণের জন্য। এই পরিস্থিতিতে কুমিরের জন্য মানুষ যাতে আতঙ্কিত না হয় বা কোনও বিপদ না ঘটে তার জন্য তৎপর হয়ে উঠেছে কালনা পুরসভা। সকলকে সতর্ক করে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
advertisement
এই প্রসঙ্গে কালনার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু জানান, সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে। সকলকে বলা হচ্ছে, আপনারা দূরদূরান্তে স্নান না করে, নদীতে সাঁতার না কেটে ঘাটের সামনে স্নান করে বাড়ি চলে যান। গঙ্গায় কুমির নিয়ে একটা ব্যাপার ঘটছে, তাই এই মুহূর্তে সকলের সাবধান থাকা উচিত।
এই বিষয়ে কালনার উপ-পুরপ্রধান তপন পড়েল বলেন, আমরা বন দফতরের মাধ্যমে জল বোমা আনার ব্যবস্থা করছি। বন দফতরকে এই নিয়ে একটা চিঠি পাঠাব। এছাড়াও নেট দিয়ে ঘেরার ব্যবস্থাও করা হচ্ছে এবং মহালয়ার দিন পুরসভা ট্রলারের মাধ্যমে নদীতে নজরদারি চালাবে। এদিকে পুরসভা তৎপর থাকলেও কুমির নিয়ে আতঙ্কে ভুগছে কালনার মানুষ।
বনোয়ারীলাল চৌধুরী