অন্যদিকে, পুষ্পিতা নাহা বলে, ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়তে চায়। গাইনোকোলজিস্ট হওয়ার ইচ্ছা রয়েছে তার। ইতিমধ্যেই প্রবেশিকা পরীক্ষা দিয়েছে । পড়াশোনার পাশাপাশি, গান শুনতে ভালোবাসে পুষ্পিতা । বিশেষ করে রবীন্দ্র সংগীত শুনতে বেশি পছন্দ করে সে।
আরও পড়ুনঃ উপপ্রধানকে মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১৫
advertisement
স্কুলের প্রিন্সিপ্যাল স্বর্ণাভ সাকসেনা জানান, দুজন ছাত্রীই ছোট থেকে এই স্কুলে পড়াশোনা করছে। এরআগেও ভালো রেজাল্ট করে এসেছে এই দুজনের। ফলে এই পরীক্ষাতেও ভাল ফল হবে পুষ্পিতা ও রায়েশার সেই আশা ছিলই । এর আগেও স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী জেলা ও রাজ্যস্তরে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার পথে হেনস্থার শিকার ছাত্রীরা! পুলিশের দ্বারস্থ সবাই
তবে জাতীয় স্তরে এই প্রথম দুজন একসঙ্গে জায়গা করে নিল। ফলে গর্বিত গোটা স্কুল। আগামীদিনে আরো উন্নতি করুক পুস্পিতা ও রায়েশাএই কামনা করি । পাশাপাশি স্কুলের অন্য পড়ুয়ারাও এই ছাত্রীদের দেখে অনুপ্রাণিত হবে আরো ভাল রেজাল্ট করার উৎসাহ পাবে।
Malobika Biswas