আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক
কুড়মুনের বাসিন্দা ওই দুই যমজ বোনের নাম অর্পিতা এবং পারমিতা। সদ্য কলেজ পাস করেছেন অর্পিতা ও পারমিতা । অর্পিতা ও পারমিতা বিয়েতে রাজি থাকলেও, তাদের শর্ত ছিল, একই বাড়িতে বিয়ে করবে তারা। কিন্তু একই বাড়িতে দুই পাত্র কি পাওয়া সম্ভব? এ নিয়ে বেশ চিন্তিত ছিল দুই যমজ বোনের পরিবার। অর্পিতা-পারমিতার কথা মত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। আর খোঁজাখুঁজি করতে গিয়ে ভাতারে খোঁজ মিলল যমজ দুই পাত্রের। ব্যাস আর একদমই সময় নষ্ট না করে বিয়ের তোড় জোড় শুরু করে অর্পিতা ও পারমিতার বাবা-মা। সেই মত বিয়ের আয়োজন হয়। তারপরই যমজ ভাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন যমজ বোন। যমজ ভাই লব কুশের গলায় মালা দিলেন অর্পিতা ও পারমিতা।
advertisement
আরও পড়ুনঃ রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন
বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের অনেকেই ঠাট্টা করে দুই যমজ বোনকে প্রশ্ন করেছিলেন, বিয়ের পর একে অপরকে চিনতে অসুবিধা হবে না তো! সেই প্রশ্নের তেমন কোনও কর্ণপাতই করেননি, অর্পিতা ও পারমিতা। আপাতত মন দিয়ে সংসার করতে চান এই দুই দম্পতি।
Malobika Biswas