ঘটনা হল পূর্ব বর্ধমান গলসিতে গাছ চুরি কিছুতেই থামছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কড়া পদক্ষেপ না নেওয়ায় দিনে দিনে বাড়ছে গাছ চোরদের দৌরাত্ম্য। ফলে দিনদুপুরে চুরি হচ্ছে সরকারি গাছ। সোমবার আবারও গাছ চুরির ঘটনা ঘটেছে গলসির বাজারে। জনসমক্ষে হাজার হাজার মানুষের সামনে প্রায় এগারোটা গাছ কেটে পাচার করে দুষ্কৃতীরা। লোক সম্মুখে এমন ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের অনেকেই ওই গাছ চুরি চক্রের লোকজনদের চেনেন। তবে তাদের দাপটে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। এদিকে দিবালোকে গাছ চুরির ঘটনা নিয়ে নিয়ে গলসি-২ ব্লকের বিডিওর দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তাঁরা বিষয়টি গলসি থানায় জানাবেন বলেও জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: প্রদীপ বিদায়ের চার মাস পর খড়গপুরের পুরপ্রধান পদে কল্যাণী ঘোষ
স্থানীয়দের থেকেই জানা গিয়েছে, গলসির পশ্চিম বাসস্ট্যান্ডের পিছনে একটি সরকারি খাস জমিতে ছিল এগারোটি বড় বড় গাছ। যা গত সোমবার দিনদুপুরে কেটে নিয়ে চলে যায় গাছ চোরের দল। এলাকাবাসীর দাবি, সরকারি অনুমতি ছাড়াই এই কাণ্ড ঘটানো হয়েছে। গলসির মানুষ এই ঘটনার অবসান চাইছেন।