TRENDING:

East Bardhaman News: QR-কোড না থাকায় ধরছে পুলিশ, প্রতিকার চেয়ে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ টোটো চালকদের

Last Updated:

পুরসভার পক্ষ থেকে বৈধ টোটোদের কিউআর কোড দেওয়া হয়। প্রায় ৩৪০০ টোটোকে কিউআর কোড দেয় বর্ধমান পুরসভা। এই টোটোগুলিই কেবলমাত্র বর্তমানে বর্ধমান পুর এলাকার ৩৫ টি ওয়ার্ডে চলাচল করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: কিউআর কোড না থাকায় টোটো চালাতে পারছেন না। পুরসভা এবং বিধায়কের কাছে দরবার করেও সমস্যার সমাধান হয়নি। আর তাই এবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বর্ধমানের টোটো চালকদের একাংশ।
advertisement

বর্ধমান শহরে টোটোর দাপাদাপি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এর ফলে যানজট লেগেই থাকে। এই অবস্থায় বর্ধমান শহরে টোটো চলাচলের উপর বেশ কিছু নিয়ন্ত্রণ জারি করতে বাধ্য হয় প্রশাসন। যেমন, গ্রামের টোটো এখন আর শহরে ঢুকতে পারে না। এরই পাশাপাশি পুরসভার পক্ষ থেকে বৈধ টোটোদের কিউআর কোড দেওয়া হয়। প্রায় ৩৪০০ টোটোকে কিউআর কোড দেয় বর্ধমান পুরসভা। এই টোটোগুলিই কেবলমাত্র বর্তমানে বর্ধমান পুর এলাকার ৩৫ টি ওয়ার্ডে চলাচল করতে পারে। ফলে নানা কারণে কিউআর কোড না পাওয়া টোটো চালকরা বর্তমানে রাস্তায় গাড়ি নামাতে পারছেন না। কারণ কিউআর কোড ছাড়া টোটো বের করলেই ধরছে পুলিশ। ফলে বন্ধ হয়ে গিয়েছে রোজগার। এতে ক্ষুব্ধ টোটো চালকদের একাংশ বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান।

advertisement

আরও পড়ুন: ওজনে কারচুপি ঠেকাতে সাতসকালে বাজারে হানা

View More

বিক্ষোভে অংশ নেওয়া টোটো চালকদের দাবি, তাঁদেরকেও দ্রুত কিউআর কোড দিতে হবে। বিজয় চাঁদ নামে এক টোটো চালক বলেন, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য আমরা এর আগে পুরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দিয়েছি। ওনাকে সাত দিন সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু কোন‌ও সদুত্তর পাইনি। বিধায়ক খোকন দাস আমাদের বলেছিলেন, যে যার নিজের ওয়ার্ডের কাউন্সিলরের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দু-একজন কাউন্সিলর ছাড়া আর কেউ তাঁদের থেকে কাগজপত্র জমা নিতে চাননি বলে টোটো চালকদের অভিযোগ। টোটো চালকদের দাবি, তাঁরা বর্ধমান পুরসভারই বাসিন্দা। দ্রুত তাঁদেরকেও কিউআর কোড দিয়ে এই সমস্যার সমাধানের আর্জি জানান।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: QR-কোড না থাকায় ধরছে পুলিশ, প্রতিকার চেয়ে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ টোটো চালকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল