TRENDING:

East Bardhaman News: পঞ্চায়েতে জয়ের আনন্দে সবুজ রঙের এই জিনিস খাওয়ালেন তৃণমূল নেতা! কাণ্ড দেখে হৈ হৈ

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের জয়ী হয়েছেন। সেই আনন্দে তৃণমূলের সমীর মণ্ডল গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সবুজ লাড্ডু ও রক্ষাকালী পুজার প্রসাদ চিড়ে-বাতাসার প্যাকেট বিলি করলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটে জয়ের আনন্দে সবুজ লাড্ডু বিলোলেন তৃণমূল নেতা! শুধু তাই নয় তার সঙ্গে বিলি করলেন রক্ষাকালী পুজোর প্রসাদ প্যাকেট ভর্তি চিঁড়ে-বাতাসা। আউশগ্রামে বুধবার দেখা গেল এই অন্যরকম বিজয় উৎসব। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হয়েছেন সমীর মণ্ডল। সেই তিনিই বুধবার এইভাবে মাতলেন বিজয় উৎসবে।
advertisement

আরও পড়ুন: তীব্র বর্ষণে ধসে গিয়েছিল গান্ধি মূর্তি! তারপর কী হল দেখুন

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানের আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ পঞ্চায়েতের দ্বারিয়াপুর গ্রামের ১৭৬ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন সমীর মণ্ডল। সেই তিনিই জয়ের আনন্দে বুধবার সকালে তৃণমূলের যুব নেতা দেবাঙ্কুর চট্টোপাধ্যায়কে নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে সবুজ লাড্ডু এবং প্রসাদ চিঁড়ে-বাতাসার প্যাকেট বিলি করেন। দ্বারিয়াপুর গ্রাম ডোকরার কাজের জন্য বিখ্যাত। লাড্ডু ও চিঁড়ে-বাতাসার প্যাকেট বিলির পাশাপাশি গ্রামের বাসিন্দাদের পায়ে সবুজ আবির‌ও দেন ওই তৃণমূল প্রার্থী। পাশাপাশি গ্রামবাসীদের কার কী সমস্যা আছে তাও শোনেন।

advertisement

View More

সমীর মণ্ডলের এই অন্যরকম বিজয় উৎসব ইতিমধ্যেই নজর কেড়েছে জেলা রাজনীতিতে। এদিনের এই উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, গ্রামবাসীদের বাড়ি বাড়ি ঘুরে তিনি যাবতীয় সমস্যার কথা শুনেছেন। আগামী দিনের সেই অনুযায়ী কাজ করবেন। এলাকার মানুষ যাতে আবাস যোজনা ঘর পায় তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ডোকরা শিল্পের উন্নতির জন্য কাজ করবেন বলে জানান। এলাকায় যাতে একটি প্রাথমিক স্কুল গড়ে ওঠে তার জন্য উপমহলের সঙ্গে যোগাযোগের প্রতিশ্রুতিও দেন সমীরবাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পঞ্চায়েতে জয়ের আনন্দে সবুজ রঙের এই জিনিস খাওয়ালেন তৃণমূল নেতা! কাণ্ড দেখে হৈ হৈ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল