TRENDING:

East Burdwan News: সরকারি প্রকল্পের প্রাপ্য টাকা নেওয়ায় বিজেপি নেতাকে ব্যাপক মারধর! কাঠগড়ায় শাসক দল

Last Updated:

East Burdwan News: মুখ্যমন্ত্রী বলেছেন সকল প্রকল্প সকল রাজ্যবাসীর জন্য , তারপরও বিরোধী দলের একজনের উপর শাসকদলের নীচু তলার এক নেতা কীভাবে এই কাণ্ড ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: মায়ের মৃত্যুর সময় পঞ্চায়েত থেকে সরকারি প্রকল্পের ২,০০০ টাকা পেয়েছিলেন বিজেপির বুথ সভাপতি। বিরোধী দল করার অপরাধে সেই বুথ সভাপতিকে বেদম মারধরের অভিযোগ উঠল এক শাসকদলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকার। এই বিষয় নিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলের বুথ সভাপতি সন্তু রায়। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।
বিরোধী দলের এক বুথ সভাপতি সন্তু রায় 
বিরোধী দলের এক বুথ সভাপতি সন্তু রায় 
advertisement

জানা গিয়েছে, মন্তেশ্বরে ব্লকের ৩৩ নম্বর বুথে বিরোধী দলের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন সন্তু রায়। তিনি স্থানীয় এক প্যান্ডেলের ডেকরেটরের অধীনে শ্রমিকের কাজ করেন। সন্তু রায়ের অভিযোগ,”আমি কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলাম। মন্তেশ্বরের ভারুচের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়াই। সেখানেই স্থানীয় শাসকদলের নেতা পার্থ ঘোষ। পার্থ ঘোষ জানতে চান আমি এখনও বিরোধী দল করি কিনা? আমি হ্যাঁ বলায় আমায় জুতো খুলে ব্যাপক মারধর করে।আমায় মাটিতে ফেলে এলোপাথাড়ি কিল,চড়,ঘুঁষি মারা হয়।”

advertisement

তিনি আরও বলেন, আমার মায়ের মৃত্যুর সময় পঞ্চায়েত থেকে সরকারি প্রকল্পের ২,০০০ টাকা পেয়েছিলাম। সেই টাকা নেওয়ার পরেও আমি বিরোধী দল করি বলে আমায় মারধর করেন ওই শাসক দলের নেতা।” এই বিষয় নিয়ে মন্তেশ্বর বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি ঝুলন হাজরা বলেন,”বিকেলে আমরা মন্তেশ্বরে আমাদের দলীয় কার্যালয়েই বসেছিলাম। সেই সময় সন্তু রায় সেখানে কাঁদতে কাঁদতে সেখানে আসেন। কাঁদার কারন জিজ্ঞাসা করলে তিনি ঘটনার কথা খুলে বলেন । এরপর সন্তুকে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় এনিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের করি ।’

advertisement

আরও পড়ুনঃ Brain Teaser Math Puzzle: 8+8=91 এই অঙ্কটি মেলাতে পারবেন? জিনিয়াসরাও ফেল করেছেন, এবার আপনার পালা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, মন্তেশ্বর পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল শেখ ওরফে ডালিম শেখের ইন্ধনেই পার্থ ঘোষ আমাদের বুথ সভাপতির উপর হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকায় পোস্টার সাঁটানো হয় বিরোধী দলের পক্ষ থেকে। যদিও বিরোধী দলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসকদলের নেতা পার্থ ঘোষ। পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখা হবে। তবে যখন মুখ্যমন্ত্রী বলেছেন সকল প্রকল্প সকল রাজ্যবাসীর জন্য, তারপরও কেন এই হামলার অভিযোগ তা নিয়ে উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: সরকারি প্রকল্পের প্রাপ্য টাকা নেওয়ায় বিজেপি নেতাকে ব্যাপক মারধর! কাঠগড়ায় শাসক দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল