জৈষ্ঠ মাসের তীব্র গরম উপেক্ষা করে মালকিতা গ্রাম এবং সন্নিকটস্থ আশপাশের গ্রামগুলি থেকে আগত প্রায় ১০৫ জন গ্রামবাসী এই শিবিরে চক্ষু পরীক্ষা করানোর জন্য উপস্থিত হয়েছিল। এদিন এই স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান এর উদ্যোগে এবং বর্ধমান লায়ন্স ক্লাবের পরিচালনায় প্রথম পর্যায়ে ১৬ জন রোগীর বিনামূল্যে চক্ষু ছানির সফলভাবে অপারেশন করা হয় বর্ধমান লায়ন্স ক্লাব হসপিটালে।
advertisement
আরও পড়ুন ঃ দিনরাত সহ্য করতে হয় নানা কটুক্তি, সব সহ্য করেও অবলা প্রাণীদের জন্য যা করছে ছোট্ট এই মেয়ে
এই প্রসঙ্গে এনজিওর তরফ থেকে অনির্বাণ রায় জানিয়েছে, কিছুদিন আগেই চক্ষু পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে যাদের অপারেশনের প্রয়োজন তাদের নির্বাচন করা হয়েছিল। এদিন মোট ১৬ জনের বিনামূল্যে সফলভাবে অপারেশন হয়েছে। সফল ভাবে বিনামুল্যে অপারেশন হওয়ার কারণে স্বাভাবিক ভাবে সকলেই খুব খুশি হয়েছেন।
এদিন এই ১৬ জন রোগীর মধ্যে ছিলেন কামনাড়া এলাকার ৫ জন, মালকিতা গ্রামের ৪ জন, নতুনগ্রামের ৩ জন, খারজুলি গ্রামের ১ জন, হাটুদেওয়ান পিরতলার ১জন, গুসকরা দারিয়াপুর -এর ১ জন এবং খানো সাটিনন্দীর ১ জন| অপারেশন সফল হওয়ায় সকলেই খুবই খুশি হয়েছেন।
এছাড়াও এনজিওর পক্ষ থেকে অনির্বাণ রায় আরও জানিয়েছেন আগামী দিনে বর্ধমান লায়ন্স ক্লাবকে পাশে পেলে এইরকম কাজ আগামী দিনে আরও করবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন যে অসহায়, দরিদ্র মানুষদের আপনারাও সহযোগিতা করুন। দেশের কল্যাণে, সমাজের কল্যাণে এগিয়ে আসুন।