গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পানীয় জলের সমস্যা কিছুতেই মেটে না। এদিকে ১০০ দিনের কাজ করেও মিলছে না টাকা। রাস্তাঘাটের বেহাল দশা। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিরও বন্যা বয়ে যায়। তবে অভাব অভিযোগ শোনেন কজন?
আরও পড়ুন : লোহার দোকানে ভয়াবহ আগুন! সিলিন্ডার ফেটেই কি এই বিপত্তি?
আরও পড়ুন : পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর
advertisement
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, পাতুন এবং দাওকা ডাঙা এর চলাচলকারী রাস্তার বেহাল দশা রয়েছে। ইতিমধ্যেই সেই রাস্তা তৈরীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামত হবে রাস্তাটি। দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে ইতিমধ্যে পঞ্চায়েতের বেশিরভাগ এলাকার মানুষদের সমস্যা সমাধান করা গিয়েছে। তবে এখনও কিছু অভাব অভিযোগ রয়েছে। চেষ্টা করা হচ্ছে অভাব অভিযোগ যাতে একেবারেই আর না থাকে। তিনি আরও বলেন , অভাব অভিযোগ তো রয়েছে, তবে পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে ৯৮% সমস্যা দূর করা গিয়েছে। আর বাকি যা যা অভাব অভিযোগ রয়েছে আশা করছি ভোটের অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে সমস্ত দূর করা সম্ভব হবে।
Malobika Biswas