রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্বল, এসডিপিও (সদর সাউথ) সুপ্রভাত চক্রবর্তী, খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত বেরা , রাসবিহারী ঘোষ ট্রাস্টের সম্পাদক পঞ্চানন দত্ত, বটুকেশ্বর দত্ত ট্রাস্টের সম্পাদক মধুসূদন চন্দ্র সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
রাসবিহারী ঘোষ ও বটুকেশ্বর দত্তের আবক্ষ মূর্তি উন্মোচন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এর পাশাপাশি তিনি মূর্তিতে মাল্যদানও করেন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে খণ্ডঘোষ থানার উদ্যোগে ১০৮ জন দুঃস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী ঘোষের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। তাঁদের বিস্তৃত কাজকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় দর্শকদের। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। দুই কৃতি মানুষের আবক্ষ মূর্তি উন্মোচন ঘিরে খুশি খণ্ডঘোষের সাধারণ মানুষ।
মালবিকা বিশ্বাস