Coochbehar News: আবাস যোজনায় নাম তুলতে ৫ হাজার করে নিয়েছেন সরকারি কর্মী! অভিযোগ তুলে বিডিও অফিসে ভাঙচুর তৃণমূল নেতার

Last Updated:

আবাস যোজনার তালিকা নিয়ে এবার সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাজনীতিবিদ! শুধু অভিযোগ তুলেই তিনি থেমে থাকেননি। রীতিমত সরকারি অফিসে ঢুকে ভাঙচুর করে গেটে তালা লাগিয়ে দেন! কোচবিহারের দিনহাটার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

আবাস যোজনার দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকের বিরূদ্ধে!
আবাস যোজনার দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকের বিরূদ্ধে!
কোচবিহার: এতদিন আবাস যোজনার ঘর নিয়ে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল তবে শুক্রবার কোচবিহারের দিনহাটায় যা ঘটলো তাকে উলটপুরান বলা যেতে পারে। ভিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি শুধু তাই নয় ওই সরকারি কর্মীর ঘরে ঢুকে রীতিমতো ভাঙচুর করে তিনি অফিসে তালা লাগিয়ে দেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলাজুড়ে।
কোচবিহারের দাপুট তৃণমূল নেতা মফিজুল হক দিনাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার তিনি হঠাৎই বিডিও অফিসে এসে হাজির হন। তাঁর অভিযোগ, বৈধ প্রাপকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিডিও অফিস থেকে আবাস যোজনার তালিকায় নাম ঢোকানো হচ্ছে। এর জন্য ব্লক ইনফরমেশন অফিসার সুকল্যাণ ভট্টাচার্য নামে এক সরকারি কর্মী প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন বলে ওই তৃণমূল নেতা দাবি করেন। মফিজুল হকের আরও অভিযোগ, জোর করে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করছেন ওই সরকারই কর্মী। যে কোন‌ও কাজে তাঁকে বলা হচ্ছে পঞ্চায়েত প্রধান ও নোডাল অফিসারের স্বাক্ষর থাকলে তবেই কাজ হবে। এমনকি যে সমস্ত কাগজপত্রে প্রধান ও নোডাল অফিসারের স‌ই দরকার নেই তাতেও জোর করে স‌ই চাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
advertisement
advertisement
একসময় ব্লক ইনফরমেশন অফিসার সুকল্যাণ ভট্টাচার্যের ঘরে ঢুকে পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যাপক চিৎকার চেঁচামেচি করেন। এরপর ওই ঘরে থাকা সরকারি কম্পিউটার ভেঙে দেন, টেবিল থেকে কাগজপত্র ছুড়ে ফেলে লন্ডভন্ড করেন। শেষে অফিসের দরজায় তালা লাগিয়ে দেন ওই তৃণমূল নেতা।
advertisement
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠাও অভিযোগ বা পঞ্চায়েত সমিতির সভাপতির ভাঙচুর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত সরকারি কর্মী। তবে রাজনৈতিক নেতাদের পর এবার সরকারি কর্মীর দিকে আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: আবাস যোজনায় নাম তুলতে ৫ হাজার করে নিয়েছেন সরকারি কর্মী! অভিযোগ তুলে বিডিও অফিসে ভাঙচুর তৃণমূল নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement