স্থানীয়দের অভিযোগ, সাবমার্সিবেলের কাজে যে মোটর ব্যবহার করা হচ্ছিল সেই মোটর একদমই কম দামের। যেই মোটর ব্যবহার হলে তা কিছুদিন পরই খারাপ হয়ে যাবে । ছমাস সেই মটর টিকবে কিনা সন্দেহ। স্থানীয়রা এই সাবমারসিবল এর জল পাওয়ার পাশাপাশি সামনেই রয়েছে একটি স্কুল। আর সেই ছাত্রছাত্রীরাও এই সাবমারসিবল এর জল পাবে। ফলে সাবমার্সিবেলবসানোর কাজে কোনরকম ত্রুটি যেন না থাকে তার জন্যই সেই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হাল ফ্যাশনেই বাজিমাত করেন শান্তনু! বর্ধমানেও রয়েছে সুলুক সন্ধান
তবে পুনরায় কাজও শুরু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদিন সাবমারসিবলের কাজ করতে আসা কর্মীরা বলেন, কাজ চলাকালীন স্থানীয়রা বিক্ষোভ দেখায়, যে সাবমারসিবল এর মটোর ভালো না। আর সাবমার্সিবেলের জল খাওয়া উপযোগী নয়। স্থানীয়দের কথা মাথায় রেখে সমস্ত পুরনো সরঞ্জাম বদলে নতুন সরঞ্জাম দিয়ে কাজ শুরু হয়েছে।
Malobika Biswas