আরও পড়ুন: ডিপার্টমেন্টে তিনদিনই হাসিখুশি ছিলেন স্বপ্নদীপ, তুলেছিলেন সেলফি, বলছেন অধ্যাপকরা
জ্ঞানানন্দ মঠ সূত্রে জানা গিয়েছে, ৪০-৪৫ বছর আগে একবার চুরি হয়েছিল। তারপর আর তেমন ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি একদল চোরের হানায় গোটা আশ্রমের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। চুরি গিয়েছিল বহু পুরনো দুটো বড় বড় বগি থালা, একটি কাঁসার গামলা আর একটা বড় কাঁসার হাঁড়ি। মঠ কর্তৃপক্ষ জানিয়েছিল চোরেরা মোট তিনজন এসেছিল।
advertisement
চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল কালনা থানার পুলিশ। শনিবার সকালে জ্ঞানানন্দ মঠের মন্দিরের পিছন দিকের একটি পুকুরের মধ্য থেকে বস্তা বন্দি আশ্রমের কাঁসা ও পিতলের বাসনগুলি উদ্ধার হয়। এক স্থানীয় ব্যক্তি মাছ ধরার জন্য ওই পুকুরে জাল ফেলে ছিলেন। সেই জালেই বস্তা বন্দি ওই বাসনপত্র উঠে আসে। এরপর সকল জিনিস মঠ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে দেওয়া হয়।






