TRENDING:

East Bardhaman News: বর্জ্যের প্রকারভেদ বোঝাতে বর্ধমান শহরে বাড়িতে বাড়িতে বেসরকারি সংস্থার অভিযান

Last Updated:

বর্ধমানের মানুষ জৈব ও অজৈব বর্জ্যের বিষয়ে কতটা সচেতন তা নিয়ে সমীক্ষা চালানো হয়। যারা এই বিষয়ে অবগত নয় তাঁদের ভাল করে বিষয়টি বুঝিয়ে সচেতন করার চেষ্টা চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্জ্য পৃথকীকরণ ও সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ কর্মসূচি নিল সুইচ অন ফাউন্ডেশন ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টেলিপুকুর এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা ও প্রচার অভিযান চালানো হয়। এলাকার বেশ কিছু বাড়িতে গিয়ে বর্জ্য পৃথকীকরণের বিষয়ে সচেতন করা হয়।
advertisement

বর্ধমানের মানুষ জৈব ও অজৈব বর্জ্যের বিষয়ে কতটা সচেতন তা নিয়ে সমীক্ষা চালানো হয়। যারা এই বিষয়ে অবগত নয় তাঁদের ভাল করে বিষয়টি বুঝিয়ে সচেতন করার চেষ্টা চলে। পরিবেশ রক্ষার স্বার্থে গৃহীত এই উদ্যোগ প্রসঙ্গে সংস্থার সদস্য, সন্দীপন সরকার বলেন, এই অ্যাওয়ারনেস ড্রাইভে ডোর টু ডোর ভিজিট করে মানুষকে সচেতন করা হয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সকলের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি চেষ্টা করছি আমরা। কীভাবে বর্জ্য পৃথকীকরণ করতে হয় তা নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলা হয়। দেখা গেছে এখানকার ৯৫ শতাংশ মানুষই এই ব্যাপারে সচেতন। সাফাই কর্মীদের সঙ্গে‌ও কথা বলা হয়। তিনি জানান আগামী দিনে বর্ধমানের ১০০০ বাড়িতে এই বিশেষ সচেতনতা অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি 'মুভ ফর আর্থ' শীর্ষক একটি ড্রাইভ, যা সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি জেলাজুড়ে চালাবে।

advertisement

আরও পড়ুন: কর্মীর মৃত্যুতে বন্ধ থাকল পুরুলিয়া জেলা আদালতের কাজ

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই সচেতনতা কর্মসূচিতে সহযোগিতা করেন পূর্ব বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, যিনি বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্জ্য বিষয়ক বিশেষজ্ঞ অঙ্কিতা চক্রবর্তী ও রামকৃষ্ণ দত্ত।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বর্জ্যের প্রকারভেদ বোঝাতে বর্ধমান শহরে বাড়িতে বাড়িতে বেসরকারি সংস্থার অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল