বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন এসপি কামনাশিস সেন। উচ্চারন হাইস্কুলের এই লাইব্রেরিটি তৈরির জন্য ২ লক্ষ টাকা দান করেছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্যামল পাল। শুক্রবারের সূচনা অনুষ্ঠানেও তিনি হাজির ছিলেন। এদিন তিনি বাড়ি থেকে বেশ কিছু বই নিয়ে এসে নবনির্মিত লাইব্রেরিকে দান করেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা দেন ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য । চিকিৎসক শ্যামল পালের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন সবাই।
advertisement
আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাস চালকের!
ঘটনা হল, শ্যামলবাবু নিজেও এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তাঁর বাবা ও স্ত্রী এই উচালন হাইস্কুলে শিক্ষকতাও করতেন। তিনি জানান, এই বিদ্যালয়ের প্রতি তথা সমাজের প্রতি কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই লাইব্রেরি তৈরির ক্ষেত্রে আর্থিক সাহায্য করেছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের পাশাপাশি এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী , সিআই সদর সুব্রত ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, খণ্ডঘোস থানার ওসি সুব্রত বেড়া উপস্থিত ছিলেন। স্কুলে লাইব্রেরি তৈরি হওয়ায় ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও খুশি।
মালবিকা বিশ্বাস