পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শুনিয়া গ্রামে এই ছোট বনাঞ্চল বা খণ্ডবন তৈরি করা হয়েছে। শফিকুল ইসলাম মায়ের স্মৃতিতে এর নাম রেখেছেন সওকোতারা খণ্ডবন। তিনি বলেন, আমাদের দৈনন্দিন জীবনে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আর এই অক্সিজেন আমরা পেয়ে থাকি গাছ থেকে। তাই পরিবেশে সুস্থভাবে জীবন যাপন করতে প্রত্যেকেরই গাছ লাগানো অত্যন্ত জরুরি। পরিবেশের কথা ভেবেই এমন উদ্যোগ বলে তিনি জানান। এই বনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'গাছ মাস্টার' নামে খ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অরূপ চৌধুরী, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
৯ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে এই হর্টিকালচার সেন্টার ও খণ্ডবন। শফিকুল ইসলামের স্যামুইন অ্যাগ্রোমেরিন এলএলপি সংস্থা এটি তৈরি করেছে। ওই সংস্থার আধিকারিক সমাপ্তি সরকার বলেন, এই জায়গাটাকেই আমরা বেছে নিয়েছি তার কারণ এখানে আমরা গাছের চারা তৈরি করতে পারব। ভালো মানের গাছ তৈরি করা আমাদের লক্ষ্য। এই জায়গার সঙ আমাদের সংস্থার অনেকদিনের সম্পর্ক। এখানে ২০ টি প্রজাতির আম, ১১ রকমের লেবু এবং ৯ রকম প্রজাতির নারকেলে গাছ পাওয়া যাবে। কেউ এসব ফসল ফলাতে চাইলে তাঁকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান।
কেউ চাইলে এই মনোরম পরিবেশে ঘুরতেও আসতে পারেন। হর্টিকালচার সংস্থাটির দাবি, চাষিরা এই লেবু, নারকেল, আম চাষ করলে সহজেই লাভের মুখ দেখতে পাবেন।