Nadia News: স্ত্রী ডিম্পলকে নিয়ে মায়াপুরে অখিলেশ, নেপথ্যে মথুরা-বৃন্দাবনের অঙ্ক? যদিও সপা নেতা ওড়ালেন রাজনীতির সম্ভাবনা

Last Updated:

রবিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে অখিলেশকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। মন্দিরের সন্ধ্যারতিতে অংশ নেন। যথাবিধ নিয়ম মেনেই তাঁকে আপ্যায়ন করা হয়।

+
title=

নদিয়া: কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে মায়াপুরে ইসকন মন্দির দর্শনে গেলেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্ত্রী ডিম্পল যাদব‌ও। উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে ইসকন কর্তৃপক্ষের কাজকর্ম চলে। মথুরা, বৃন্দাবনের মত এলাকায় ইসকন ভক্তদের ভালো প্রভাব আছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, সেই অঙ্ক মাথায় রেখেই সপা প্রধান সস্ত্রীক ইসকনের মূল কেন্দ্র মায়াপুর মন্দির দর্শনে আসেন।
রবিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে অখিলেশকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। মন্দিরের সন্ধ্যারতিতে অংশ নেন। যথাবিধ নিয়ম মেনেই তাঁকে আপ্যায়ন করা হয়।
advertisement
মূলত উত্তরপ্রদেশ কেন্দ্রিক দল হলেও ২৪ এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশের বিভিন্ন রাজ্যে সংগঠনের বিস্তার ঘটাতে চাইছে সমাজবাদী পার্টি। বিজেপির পাশাপাশি কংগ্রেসের থেকে সম দূরত্ব বজায় রেখে চলতে চায় তারা। মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট তৈরি করতে পারেন অখিলেশ। এবারের কলকাতা শহরে এসে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। কলকাতায় এসে ইডি-সিবিআই'র অতি সক্রিয়তা নিয়েও সরব হন তিনি। দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতারির নিন্দা করেন।
advertisement
এদিকে মায়াপুরে গিয়ে রাজনৈতিক মন্তব্য করতে অস্বীকার করেন অখিলেশ যাদব। বলেন, শুধুমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবান দর্শন করে আশীর্বাদ নিতে এসেছেন। মায়াপুরে এসে সস্ত্রীক প্রথমে চন্দ্রদ্বয় মন্দির দর্শন করার পর সমাধি মন্দিরে যান অখিলেশ। এরপর সন্ধ্যারতি দর্শন করে ফের কলকাতায় ফিরে যান
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: স্ত্রী ডিম্পলকে নিয়ে মায়াপুরে অখিলেশ, নেপথ্যে মথুরা-বৃন্দাবনের অঙ্ক? যদিও সপা নেতা ওড়ালেন রাজনীতির সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement