প্রাথমিকভাবে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি কম্পিউটার সহ সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে দুস্কৃতি দলটি পালিয়েছে বলেই থানায় অভিযোগ করা হয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন টাকা দুষ্কৃতীরা নিয়ে যেতে পারেনি। পাশাপাশি ব্যঙ্কের ভল্টও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও ব্যাঙ্কের ভিতরে থাকা বিপদ ঘন্টি বেজে ওঠায় চোরের দল পালিয়েছে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের প্রাথমিক তদন্তে সাইরেন বাজার আওয়াজ আশপাশ এলাকার কোন লোক শুনতে পায়নি।
advertisement
আরও পড়ুনঃ মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা
তবে যেভাবে দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনের দিক দিয়ে ঝোঁপ জঙ্গল পেরিয়ে শৌচাগারের জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল তাতে পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতী দল রেইকি করেই এই প্রস্তুতি নিয়েছিল। তদন্তকারী পুলিশ অফিসারেরা সব দিক খতিয়ে দেখছে। পুলিশের তদন্তকারী দলের অফিসারদের প্রাথমিক অনুমান, এই কাজ স্থানীয় কোনো দুষ্কৃতী দলের কাজ নাও হতে পারে, এক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ড এলাকার কোনো গ্যাং এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Malobika Biswas