আরও পড়ুন: ডেঙ্গি সংক্রমণ রুখতে চলছে প্রচার, শুনুন কী বলছেন স্বাস্থ্যকর্মীরা
পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের বেনাকর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পথ নাটকের মধ্য দিয়ে ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয়। পড়ুয়াদের মধ্যেই কেউ সেজেছিল মশা, আবার কেউ ডাক্তার। কয়েকজনকে আশাকর্মী ও নার্সের ভূমিকাতেও অভিনয় করতে দেখা যায় । খুদে পড়ুয়াদের এমন এক উদ্যোগের প্রশংসা করেন বিডিও সৌমিক বাগচি। তিনি এই বিষয়ে জানান, খুব ভাল লাগল যে এই ছোট ছোট কচিকাঁচাদের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার পুরস্কার বার্তা আছে।
advertisement
এই পথ নাটকের মাধ্যমে সকলকে শুতে যাওয়ার আগে মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হয়। বৃষ্টির জল যাতে কোনোভাবেই না জমে, বাড়ির চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন বজায় রাখার বার্তাও দেয় তারা। পড়ুয়াদের এমন কাণ্ড দেখতে জনসাধারণেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে স্কুলের সহ-শিক্ষক হরি গোস্বামী জানান, ডেঙ্গি সচেতনতার জন্য বিদ্যালয়ে একটি চৌবাচ্চা করা হয়েছে। সেখানে মশার যে লার্ভা জন্মায় সেটাকে কীভাবে ধ্বংস করা যায় তার ছেলেমেয়েদের দেখানোর জন্য গাপ্পি মাছ ছাড়া হয়েছে।
ডেঙ্গি রুখতে স্কুল পড়ুয়াদের এমন উদ্যোগ সকলের যেমন মন ছুঁয়ে গিয়েছে তেমন বহু মানুষ সচেতন হয়েছেন।
বনোয়ারীলাল চৌধুরী