TRENDING:

East Bardhaman News: ডেঙ্গি ঠেকাতে এ কী করল পড়ুয়ারা!

Last Updated:

ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই অবস্থায় পথ নাটকের মধ্য দিয়ে আমজনতাকে সচেতনতার বার্তা দিল স্কুল পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: রাজ্যজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। রাজ্য সরকার প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। নিয়মিত মশার তেল স্প্রে করা, এলাকার ঝোপঝাড় পরিষ্কার করা, কোথাও যাতে জল না জমে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পূর্বস্থলীতে ধরা পড়ল এক অন্য রকম ছবি। স্কুলের ছাত্রছাত্রীদের দেখা গেল ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতন করতে।
advertisement

আরও পড়ুন: ডেঙ্গি সংক্রমণ রুখতে চলছে প্রচার, শুনুন কী বলছেন স্বাস্থ্যকর্মীরা

পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের বেনাকর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পথ নাটকের মধ্য দিয়ে ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয়। পড়ুয়াদের মধ্যেই কেউ সেজেছিল মশা, আবার কেউ ডাক্তার। কয়েকজনকে আশাকর্মী ও নার্সের ভূমিকাতেও অভিনয় করতে দেখা যায় । খুদে পড়ুয়াদের এমন এক উদ্যোগের প্রশংসা করেন বিডিও সৌমিক বাগচি। তিনি এই বিষয়ে জানান, খুব ভাল লাগল যে এই ছোট ছোট কচিকাঁচাদের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার পুরস্কার বার্তা আছে।

advertisement

এই পথ নাটকের মাধ্যমে সকলকে শুতে যাওয়ার আগে মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হয়। বৃষ্টির জল যাতে কোনোভাবেই না জমে, বাড়ির চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন বজায় রাখার বার্তাও দেয় তারা। পড়ুয়াদের এমন কাণ্ড দেখতে জনসাধারণেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে স্কুলের সহ-শিক্ষক হরি গোস্বামী জানান, ডেঙ্গি সচেতনতার জন্য বিদ্যালয়ে একটি চৌবাচ্চা করা হয়েছে। সেখানে মশার যে লার্ভা জন্মায় সেটাকে কীভাবে ধ্বংস করা যায় তার ছেলেমেয়েদের দেখানোর জন্য গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

advertisement

ডেঙ্গি রুখতে স্কুল পড়ুয়াদের এমন উদ্যোগ সকলের যেমন মন ছুঁয়ে গিয়েছে তেমন বহু মানুষ সচেতন হয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ডেঙ্গি ঠেকাতে এ কী করল পড়ুয়ারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল