Purulia News: ডেঙ্গি সংক্রমণ রুখতে চলছে প্রচার, শুনুন কী বলছেন স্বাস্থ্যকর্মীরা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাজ্যজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি সংক্রমণ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রচার অভিযানে নেমেছে পুরুলিয়া পুরসভা
পুরুলিয়া: রাজ্যজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। পরিস্থিতি এতটাই গুরুতর জায়গায় গিয়ে পৌঁছেছে যে চিকিৎসকরাও রীতিমতো চিন্তায় আছেন। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৪০ হাজারের গন্ডি পার করে গিয়েছে। শুধু শহরাঞ্চল নয় এবার গ্রামেতেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গি সংক্রম। এই পরিস্থিতিতে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে পুরুলিয়া পুরসভা। শহরের বিভিন্ন ওয়ার্ডে পুরকর্মীরা ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করার জন্য প্রচার করছেন।
পুরুলিয়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কারোর জ্বর বা কোনও অসুখ হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছেন। এছাড়াও ডেঙ্গি সংক্রমণ রুখতে কী কী সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করা উচিত সে বিষয়েও সার্বিক ধারণা দিচ্ছেন সবাইকে। এই বিষয়ে স্বাস্থ্য দফতরের এক কর্মী জানান, রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত হওয়ার কারণে এই বিশেষ প্রচার অভিযান শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হল পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে না যায়।
advertisement
advertisement
এক সময় দূরের জেলাগুলিতে সেভাবে ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যেত না। কিন্তু এখন জেলা শহর তো বটেই এমনকি প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই পরিস্থিতিতে ঢিলামি দেওয়ার কোনও জায়গা নেই। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাই পুরুলিয়া পুরসভা একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে। সাধারণ মানুষের বাড়ির কোথাও যাতে জমা জল না থাকে তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি মশা মারার তেল নিয়মিত ভিত্তিতে স্প্রে করছেন পুরকর্মীরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2023 4:39 PM IST







