TRENDING:

East Burdwan News: বাঁশি, সেপাই নয় এই মেলায় বিক্রি হচ্ছে তালপাতার গোলাপ

Last Updated:

East Burdwan News: মেলাতে যে গোলাপ বিক্রি হচ্ছে সেটা আসল গোলাপ নয় । গোলাপ টি তৈরী করা হয়েছে তালপাতা দিয়ে। তালপাতার গোলাপ । 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: আর মাত্র কয়েকটা দিন , শেষ হতে চলেছে শীতের আমেজ। শীতের মরশুম যেন বাঙালির কাছে এক আলাদা আবেগ। আর শীত পুরোপুরি চলে যাওয়ায় আগেই বর্ধমানে শুরু হয়েছে হস্তশিল্প মেলা । বর্ধমানের বীরহাটা বাঁকার মাঠে রমরমিয়ে চলছে এই মেলা। দৈনিক দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৮.৩০ পর্যন্ত খোলা থাকছে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ এর জন্য লাগবে না কোনো টিকিট বা টাকা । আগামী ৩ মার্চ অবধি এই মেলা চলবে।
advertisement

বর্ধমানের এই হস্তশিল্পের মেলায় মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া , মালদা , বাঁকুড়া আরও বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আকর্ষণীয় দ্রব্যগুলির মধ্যে রয়েছে মাদুর, বাঁশের তৈরি ফুলদানি, মাটির মূর্তি, হাতে বানানো বাঁশি আরও অনেক কিছু।

আরও পড়ুন :  জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম! রিসেপশনের সকালে নতুন বর কনের নিথর দেহ ভাসছে রক্তের সাগরে

advertisement

এই মেলাতেও বিক্রি হচ্ছে গোলাপ। কী ভাবছেন, যে এ আবার নতুন কী বিষয়? ব্যাপার টা হল মেলাতে যে গোলাপ বিক্রি হচ্ছে সেটা আসল গোলাপ নয় । গোলাপ তৈরি করা হয়েছে তালপাতা দিয়ে। তালপাতার তৈরি গোলাপ । এই প্রসঙ্গে দিলীপ ভৌমিক জানান -"তালপাতা, সুতো ও তালকাঠি দিয়ে এই ফুল তৈরি হয়। প্রথমে কাঁচা তালপাতা কে ধুয়ে পরিষ্কার করে মূলত মহিলাদের দের দ্বারা এই ফুল বানানো হয় । ফুলের দাম ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত আছে । ডিজাইনের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় দাম। এছাড়াও তিনি জানান এই ফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য ব্যবহৃত হয় মুন্নি ঘাস। সেই ঘাস আসে উত্তর প্রদেশ থেকে।"

advertisement

View More

আরও পড়ুন :  বাড়িতে ঠাঁই হয়নি স্বামীরও, কোভিডের ভয়ে গত ৩ বছর ছেলেকে নিয়ে গৃহবন্দি মা

মেলায় ঘুরতে এসে  ডালিয়া গঙ্গোপাধ্যায় নামে এক স্থানীয় বাসিন্দা জানান যে এই গোলাপ তিনি শুধুমাত্র হস্তশিল্প মেলা ছাড়া অন্য কোথাও দেখেননি। আরও জানান যে এই মেলা তার ভাল লাগছে এছাড়াও বর্ধমানে যত মেলা হয় সব থেকে ওনার এই হস্তশিল্পের মেলা বেশি ভাল লাগে । সবমিলিয়ে কিন্তু বেশ জমজমাট ভাবে চলছে বর্ধমান হস্তশিল্প মেলা ।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বাঁশি, সেপাই নয় এই মেলায় বিক্রি হচ্ছে তালপাতার গোলাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল