আরও পড়ুন: ছেলেকে নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ বধূ, বাড়িতে কেঁদে ভাসাচ্ছে একরত্তি মেয়ে
এই বছর নদী ভাঙন ঠেকাতে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে বস্তার মধ্যে মাটি ভরে নদীর পাড়ে ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু গত কয়েক দিনের ব্যাপক বৃষ্টিতছ সেই মাটি ধুয়ে গিয়েছে। তারপরই ফের শুরু হয়েছে ভাঙনের প্রকোপ। পূর্বস্থলী-১ ব্লকের নুসরাতপুর পঞ্চায়েতের সিদ্ধেপাড়া ফেরিঘাট থেকে ডাঙাপাড়া ইটভাটা পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার এলাকায় দেখা গিয়েছে ভাঙনের ছবি। স্থানীয়রা জানিয়েছেন, জলের চাপে গঙ্গার পাড় ভেঙে যায় প্রতিবছর। এ বছরও ভাঙছে। এর ফলে নদীর জল একদম জমির কাছে কাছে চলে আসে। চাষের ক্ষতি হয়। বালির বস্তা দিয়ে পাড় বাঁধানো থাকে, কিন্তু জলের চাপে সরে যায়। গ্রামবাসীদের দাবি ভাঙন ঠেকাতে বোল্ডার ফেলে কংক্রিটের নদী বাঁধ তৈরি করা হোক।
advertisement
এই ভাঙ্গন সমস্যার প্রসঙ্গে পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান, নদী আপন খেয়ালে পাড় ভাঙে। সরকার ভাঙন রোধে প্রত্যেক বছর উদ্যোগী হয়। এবারও ফের ভাঙন শুরু হয়েছে। কীভাবে তা আটকানো যায় সেই বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা হবে। পাশাপাশি তিনি এও জানান ভাঙন রোধের বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও সববিস্তারে তদারকি করবেন।
বনোয়ারীলাল চৌধুরী