Uttar Dinajpur News: ছেলেকে নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ বধূ, বাড়িতে কেঁদে ভাসাচ্ছে একরত্তি মেয়ে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বাজার করতে গিয়ে ছেলেকে নিয়ে নিখোঁজ রায়গঞ্জের গৃহবধূ
উত্তর দিনাজপুর: বাজারে চুন কিনতে যাবেন বলে ছেলেকে নিয়ে বেরিয়ে নিখোঁজ বধূ। রায়গঞ্জের কাঞ্চন পল্লিতে ঘটনা। স্থানীয়দের ধারণা স্ব-ইচ্ছায় চলে গিয়েছেন চুমকি পাসোয়ান (৩৪) নামে ওই বধূ। সঙ্গে করে নিয়ে গিয়েছেন নীতিন পাসোয়ান (১২)। এদিকে একরত্তি মেয়েকে বাড়িতে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছেন ওই মহিলা। সে মাকে না পেয়ে কেঁদে ভাসাচ্ছে।
কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছে। বেশ কিছুদিন স্ত্রী ও ছেলের খোঁজ করে না পেয়ে অবশেষে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন স্বামী শ্যাম পাসোয়ান। নিখোঁজ বধূর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সন্ধেয় মেয়েকে বাড়িতে রেখে ছেলের সঙ্গে আচমকা চুন আনতে বাজারে গিয়ে আর ফিরে আসেননি চুমকি পাসোয়ান।বহু খোঁজাখুঁজি করেও তাঁদের হদিস পাওয়া যায়নি।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ওই বধূর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে মোবাইলের সূত্র ধরে উদ্ধার করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। কারণ শ্বশুরবাড়িতে মোবাইল রেখে গিয়েছেন তিনি। যা দেখে পুলিশের অনুমান, পরিকল্পনা করেই কোথাও চলে যেতে পারেন ওই বধূ। কিন্তু কেন হঠাৎ তিনি গৃহত্যাগ করলেন সেটাই ধোঁয়াশা হয়ে আছে সকলের কাছে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 6:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ছেলেকে নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ বধূ, বাড়িতে কেঁদে ভাসাচ্ছে একরত্তি মেয়ে