North 24 Parganas News: এবার পঞ্চায়েতেও পুরসভার মতো বর্জ্য বহনকারী গাড়ি
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
উত্তর ২৪ পরগনায় এবার পঞ্চায়েতেও বর্জ্য বহনকারী গাড়ি গিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবে
উত্তর ২৪ পরগনা: শুধু পুরসভা এলাকায় নয়, এবার পঞ্চায়েত এলাকাতেও সকালবেলা পৌঁছে যাবে নোংরা আবর্জনা সংগ্রহের গাড়ি। নির্মল বাংলা গড়ার লক্ষ্যে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্বভার নিয়েই এদিন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য এই নোংরা ফেলার গাড়ির উদ্বোধন করলেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। বারাসত রবীন্দ্রভবনে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীদের নিয়ে প্রথম বৈঠকে বসেন উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। বৈঠক শেষে বর্জ্য বহনকারি যানের উদ্বোধন করেন তিনি।
জেলায় মোট ৭ টি গ্রাম পঞ্চায়েতে বর্জ্য বহনকারী গাড়ি দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলার বাকি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিগুলিতেও দেওয়া হবে বলে জানান নারায়ণবাবু। তিনি জানান, জল জীবন মিশনে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার মধ্যে তৃতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। গত চারমাস ধরে পঞ্চায়েত নির্বাচনের কারণে প্রশাসন কাজ করতে পারেনি, তাই কিছুটা হলেও কাজ কম হয়েছে বলে জানান নারায়ণবাবু। এখনও পর্যন্ত ৩৭ শতাংশ কাজ হয়েছে গ্রাম পঞ্চায়েতে, বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।
advertisement
advertisement
পাশাপাশি, তিনি জানান জলের লাইনের বিষয়েও এখনও গ্রামাঞ্চলে কিছু অসুবিধা রয়েছে। সেই সমস্যা মিটিয়ে দ্রুত কীভাবে জল সরবরাহ স্বাভাবিক করা যায় সে বিষয়েটি দেখা হচ্ছে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। তবে পুরসভা এলাকার মতো পঞ্চায়েত এলাকাতেও বর্জ্য বহনকারী গাড়ি যাওয়ার ফলে এলাকা আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ মুক্ত থাকবে বলে মনে করছেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 5:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এবার পঞ্চায়েতেও পুরসভার মতো বর্জ্য বহনকারী গাড়ি









