আরও পড়ুন: শ্রাবণ মাসে শিবের নয় গ্রামবাসী পুজো করেন কালীর! বর্ধমানের গ্রামে ঘটে অবাক ঘটনা!
উল্লেখ্য, কয়েক বছর ধরেই রাজ্য সরকার রাখি বিলি করেছে। সেই বরাত পায় কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছর বরাত পাওয়া রাখি শিল্পীদের দিয়ে তৈরি করায় এই সংস্থা। যার ফলে কয়েক বছরে বাড়তি রোজগারের মুখ দেখেছিলেন কালনার রাখি শিল্পীরা। কিন্তু করোনা সেই রোজগারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে করোনা আবহ যেতেই ফের বরাত এল রাখির। স্বাভাবিক ভাবেই খুশি রাখি শিল্পীরা।
advertisement
কালনা মহকুমার বহু মানুষ রাখি তৈরির কাজে যুক্ত। অনেকে বাড়িতে বসে তৈরি করেন রাখি, আবার অনেকে কাজ করেন রাখি তৈরির কারখানায় । সব মিলিয়ে কালনার বেশিরভাগ মানুষ যুক্ত রাখি তৈরির সঙ্গে। তবে দু বছর সেই কাজে কিছুটা হলেও পড়েছিল ভাটা। যদিও ভিন রাজ্য থেকে বরাত এসেছিল। তবে এবছরও আশানুরূপ আয় হবে বলেই মনে করছেন শিল্পীরা।
Malobika Biswas