তাদের এ বছরের থিম 'নহে সামান্য ছৌ অনন্যা'। পুরুলিয়ার ছৌকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে শুকনো ডাল পালা তাল পাতা, ভুট্টার খোসা, কাস ফুলের ঘাস এই সমস্ত কিছু দিয়েই সাজানো হচ্ছে মণ্ডপ। কার্যত পুরুলিয়ার পরিবেশকে তুলে ধরা হয়েছে এখানে। শুধু মণ্ডপ সজ্জায় অভিনবত্ব আছে তা নয়। দেবীর গহনাতেও রয়েছে অভিনবত্ব। দুর্গা , সরস্বতী, লক্ষ্মী সকল দেব দেবীর গহনাই আসছে পুরুলিয়ার চোরিদা গ্রাম থেকে গহনা তৈরি হয়েছে 'ড্রাই ফুল' দিয়ে। ইতিমধ্যেই বাংলার দুর্গা পুজো কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফসলের রোগ নিরাময় নিয়ে প্রশিক্ষণ শিবির কালনায়
এছাড়া 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে অফ হিউম্যানিটি’-র প্রতিনিধিত্বমূলক তালিকায় নাম উঠেছিল পুরুলিয়ার এই লোকসংস্কৃতির। এই বিষয়কে সম্মান জানাতেই এই 'নহে সামান্য ছৌ অনন্যা' থিমের চিন্তা ভাবনা করেছে এই পুজো কমিটি। এছাড়াও পুরুলিয়ার মৌসুমী চৌধুরী যিনি সমাজের তথাকথিত নিয়ম ভেঙ্গে ছৌ নৃত্য করার সাহস যুগিয়েছিলেন। অন্যান্য মেয়েদেরও ভরসা দিয়েছেন তিনি। এই মৌসুমীকে সম্মান জানাতে চেয়ে এই থিমের ভাবনা বলেই জানা গিয়েছে।
Malobika Biswas