TRENDING:

East Bardhaman News: গরমের ছুটিতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে হবি ক্যাম্প

Last Updated:

গ্রীষ্মের ছুটি কে কাজে লাগিয়ে স্কুলপড়ুয়াদের নিয়ে হবি ক্যাম্প। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ক্যাম্পে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: গ্রীষ্মের ছুটিতে বন্ধ স্কুল। আর সেই অবকাশকে কাজে লাগিয়ে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তিন দিনের হবি ক্যাম্প। স্কুলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে পড়ুয়ারা জানতে পারলেও সেগুলি চোখে দেখা বা হাতে কলমে শেখার সুযোগ কম থাকে। আর সে কথাকে মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিল বর্ধমান বিজ্ঞান কেন্দ্র।
advertisement

এখানকার ইনোভেশন হাবে বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে ছাত্র ছাত্রীদের সামনে হাতে কলমে তুলে ধরছেন শিক্ষকরা। বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা এই হবি ক্যাম্পে অংশগ্রহণ করে। ৬৮ জন পড়ুয়া এই ক্যাম্পে অংশ নেয় বলে জানা গিয়েছে। মূলত ইনোভেশন এর ছাত্র ছাত্রীদের নিয়েই হয় এই ক্যাম্প। তাদের শেখানোর পাশাপাশি ইনোভেশন হাবে রাখা হয়েছে একটি আইডিয়া বক্স। যেখানে পড়ুয়ারা তাদের নতুন নতুন ভাবনা বা আইডিয়া সম্পর্কে লিখে জমা দেবে। যা মানুষের কাজে লাগবে এরকম নতুন আইডিয়াকে ইনোভেশন হাবে বাস্তবে রূপ দেওয়া হবে।

advertisement

বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা নিখিলেশ বিশ্বাস জানিয়েছেন, স্কুলে বাচ্চাদের বলা হয় \"ধরে নাও\", হাতে কলমে পড়ুয়ারা কিছুই করতে পারেনা স্কুলে। সেই জায়গা থেকেই এই ক্যাম্প করা হয়েছে, যাতে পড়ুয়ারা হাতে কলমে সমস্ত কিছু শিখতে পারে। এছাড়াও নিজেদের ভাবনাকে তুলে ধরতে পারবে ছাত্র ছাত্রীরা। নতুন সৃষ্টিশীল কাজের জন্যও ছাত্র ছাত্রীদের পুরস্কৃতও করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: গরমের ছুটিতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে হবি ক্যাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল